কোরান-কণিকা/বিভুনাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mahir256 (আলোচনা | অবদান)
"{{শীর্ষক | শিরোনাম = ../ | লেখক = | অনুবাদক = মীর ফজলে আলী | অন..." দিয়ে পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

১৮:২৫, ১৩ এপ্রিল ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

বিভুনাম

সূরাহ্‌—আল্‌হাশর,

(মদীনায় অবতীর্ণ—২১-২৪ আয়াত, ৩য় রুকু')

দাতা ও দয়ালু আল্লাহ্‌ তা'লার নামে।

لو ٱنزلنا هدا القران على حبل……………وهوا العزيز الحكيم

এই সে কোরান—যদি রাখিতাম পাহাড়ের পরে
নিশ্চয় দেখিতে তুমি খোদারই যে ডরে
ধসে যেত অধোগতি 'ঐ সে পাষাণ',
টুটে যেত হয়ে খান খান।
বুঝিবারে পারে যেন সকলি মানব
তাই আমি উপমা যে দিতেছি এ সব।
খোদা ভিন্ন উপাস্য যে নাহি কোনো জন,
প্রকাশ্য অথবা যাহা আছে রে গোপন—
জানে সব জানে প্রভু,—'সর্ব্বজ্ঞানময়',
কৃপাদাতা অতি সদাশয়।
খোদা ভিন্ন আরাধ্য যে নাহি কেহ আর
রাজা তিনি, পুণ্যের আধার,

শান্তিকর্ত্তা, স্বস্তিদাতা, রক্ষক সবার,
শক্তিমান্‌, সর্ব্বেসর্ব্বা, সব কিছু মহত্ত্ব যে তাঁর
হোক তবে উচ্চে অতি খোদার সম্মান,—
'পুতুলের' সাথে ওরা দিল যাঁর স্থান!
সৃষ্টিকর্ত্তা খোদা তিনি গঠনকারক;
সুবিন্যাসকারী ও গো 'বিশ্ব-বিরচক',
সর্ব্বোত্তম নাম যত সকলি তাঁহার।
যাহা কিছু আছে স্বর্গে ধরণী মাঝার
সকলেই ঘোষিতেছে তাঁরি জয়গান,
শক্তিমান্‌, সর্ব্বজ্ঞানবান্‌।

ইহাতে পবিত্র কোরানের মহত্ত্ব ও বিভিন্ন নামে খোদাতা'লায় গুণাবলী বিবৃত করা হইয়াছে। খোদাতা'লা বলিতেছেন, কোরানের কথায় পাষাণও টুটিয়া যায়, পাহাড় বিধ্বস্ত হইয়া যায়; কিন্তু বিধর্ম্মীয় কঠিন হৃদয় বিগলিত হয়না।