পাতা:আজ কাল পরশুর গল্প.pdf/১২০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

SumitaBot (আলোচনা | অবদান)
বট গুগল ওসিআর থেকে প্রাপ্ত লেখা যোগ করছে
 
বট পরিষ্কার করছে, কোন সমস্যা?
 
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
電哥 平T 研* 至 9.預5 項
電哥 平T 研* 至 9.預5 項
লোকটার মাথা বুঝি খারাপ হয়ে গিয়েছে। কেদারের মতো সুপ্ৰতিষ্ঠিত জনপ্ৰিয় প্রার্থীর বিরুদ্ধে তার মতো লোকের দাড়ানোর কোন মানে হয় ? কিন্তু তারপর ধীরে ধীরে দেখা গেল, কৈলাস খুব বেশী বােকা নয়। তার দিকেও অনেক সমর্থক জুটে গেছে। যতই জনপ্ৰিয় হোক, কেদারের শত্ৰুও ছিল অনেক, তারা কৈলাসকে খুব উৎসাহ দিচ্ছে । কৈলাসের সবচেয়ে বেশী জুটছে কমবয়সী সমর্থকের দল ! এতকাল যারা কেদারের নামে হৈ-চৈ করছে, বডিগার্ডের মত সঙ্গে থেকেছে, তাদেরও কয়েকজন কৈলাসের দিকে ভিড়েছে।
লোকটার মাথা বুঝি খারাপ হয়ে গিয়েছে। কেদারের মতো সুপ্রতিষ্ঠিত জনপ্রিয় প্রার্থীর বিরুদ্ধে তার মতো লোকের দাড়ানোর কোন মানে হয় ? কিন্তু তারপর ধীরে ধীরে দেখা গেল, কৈলাস খুব বেশী বােকা নয়। তার দিকেও অনেক সমর্থক জুটে গেছে। যতই জনপ্রিয় হোক, কেদারের শত্রুও ছিল অনেক, তারা কৈলাসকে খুব উৎসাহ দিচ্ছে । কৈলাসের সবচেয়ে বেশী জুটছে কমবয়সী সমর্থকের দল ! এতকাল যারা কেদারের নামে হৈ-চৈ করছে, বডিগার্ডের মত সঙ্গে থেকেছে, তাদেরও কয়েকজন কৈলাসের দিকে ভিড়েছে।
তবে, ফলটা শেষ পৰ্য্যন্ত কী দাড়াবে বলা যায় না । কেদারের জয়লাভের সম্ভাবনাই বেশী।
তবে, ফলটা শেষ পর্য্যন্ত কী দাড়াবে বলা যায় না । কেদারের জয়লাভের সম্ভাবনাই বেশী।
এই ঘরোয়া নির্বাচন উপলক্ষে সহর অনেক কাল এ রকম সরগরম হয়ে ওঠেনি। নির্বাচনের অনেকদিন আগে হতেই সকলের মুখে শুধু এই আলোচনা। কৈলাসের দলের ছেলেরা প্ৰচণ্ড উৎসাহের সঙ্গে প্রচার করে বেড়াচ্ছে, গরীবদের জন্য কৈলাস অনেক কিছু করতে পারবে কিনা। এ বিষয়ে অনেকের মনে সন্দেহ থাকলেও, তার উদ্দেশ্যটা। যে কিছু করা প্ৰায় সকলেই তা বিশ্বাস করেছে। কৈলাসকে সকলে বিশ্বাস করে ।
এই ঘরোয়া নির্বাচন উপলক্ষে সহর অনেক কাল এ রকম সরগরম হয়ে ওঠেনি। নির্বাচনের অনেকদিন আগে হতেই সকলের মুখে শুধু এই আলোচনা। কৈলাসের দলের ছেলেরা প্রচণ্ড উৎসাহের সঙ্গে প্রচার করে বেড়াচ্ছে, গরীবদের জন্য কৈলাস অনেক কিছু করতে পারবে কিনা। এ বিষয়ে অনেকের মনে সন্দেহ থাকলেও, তার উদ্দেশ্যটা। যে কিছু করা প্রায় সকলেই তা বিশ্বাস করেছে। কৈলাসকে সকলে বিশ্বাস করে ।
কৈলাসের দলের প্রচার কাৰ্য্যের বিবরণ শুনতে শুনতে এবং দশজনের সঙ্গে, আলাপ করতে করতে কেদার স্পষ্টই বুঝতে পারছে, এবার তার জয় পরাজয় নির্ভর করছে। গরীবের জন্য তার কিছু করবার স্বাক্ষমতায় দশজনের বিশ্বাসের উপর। গরীবদের জন্য সকলের এই অর্থহীন মাথাব্যথায় কেদারের বিরক্তির সীমা থাকে না, রাগে গা জ্বলে
কৈলাসের দলের প্রচার কার্য্যের বিবরণ শুনতে শুনতে এবং দশজনের সঙ্গে, আলাপ করতে করতে কেদার স্পষ্টই বুঝতে পারছে, এবার তার জয় পরাজয় নির্ভর করছে। গরীবের জন্য তার কিছু করবার স্বাক্ষমতায় দশজনের বিশ্বাসের উপর। গরীবদের জন্য সকলের এই অর্থহীন মাথাব্যথায় কেদারের বিরক্তির সীমা থাকে না, রাগে গা জ্বলে
ANà Na
ANà Na