পাতা:লালন-গীতিকা.djvu/২৭৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৮:৫০, ২৫ জুলাই ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৪০
লালন-গীতিকা
২৪০

২৪০ লালন-গীতিকা

পশুপক্ষী নর আদি
নিরানন্দ নিরবধি
লালন শুনে ছিদাম উক্তি
বলে তাই

৩৪৯

আর আমারে মারিস নে মা।
বলি তাের চরণ ধরে ননী চুরি আর করবাে না।
ননীর জন্যে আজ আমারে
মারলি গাে মা বেঁধে ধরে
দয়া নাই মা তাের অন্তরে
অল্পেতে মন গেল জানা ।
পরে মারে পরের ছেলে
কেঁদে যেয়ে মাকে বলে
মা জননী নিঠুর হলে
কে বােঝে শিশুর বেদনা।
ছেড়ে দে মা হাতের বন্ধন
যাই আমার যে দিকে যায় মন
পরের মাকে ডাকবাে এখন,
তােমার গৃহে আর থাকবে না।

৩৫০

গােপালকে আজ মারলি গাে মা কেমন পরানে।
সে কি সামান্য ছেলে মা তাই ভাবলি মনে।