পাতা:লালন-গীতিকা.djvu/২৪৯: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৮:৫১, ২৫ জুলাই ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২১১
লালন-গীতিকা
২১১

লালন-গীতিকা

হরি কাদে হরি বলে কেনে।
ধারা বহে দুনয়ানে।
হরি বলে হরি ভােরা,
নয়নে বয় জলধারা,
জানি কি চলে এসেছে গােরা
এই নদীয়ার ভুবনে।
মােরা যত পুরুষ নারী,
দেখিতে আইলাম হরি,
হরিকে হরিল হরি,
জানি সেই হরি কোনখানে।
গৌরহরি দেখে এবার
কত পুরুষ নারী ছেড়ে যায় ঘর,
জানি সেই হরি কি করে এবার
ও তাই লালন ভাবে মনে।

৩০৭

কানাই, কার ভাবে তাের এ ভাব দেখি রে।
ব্রজের সে ভাব তো দেখি নে রে ।
পরণে ছিল পীতধড়া,
মাথায় ছিল মােহন চূড়া
করে বাঁশী রে।
আজ দেখি তােমার কথােয়া কৌপীন,
আর ব্রজের সে ভাব
কোথায় রাখলি রে।