পাতা:লালন-গীতিকা.djvu/২০৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৮:৫৬, ২৫ জুলাই ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৬৯
লালন-গীতিকা
১৬৯

লালন-গীতিকা ১৬৯

কোরানেতে সাফ লেখা যায়
আবার ওলি দরবেশ তারাও কয়।
মুরশিদের মেহের হ'লে
খােদার মেহের তাইরি হেন,
মুরশিদ না ভজিলে
তার কি আর আছে উপায়।
মুরশিদ পথরাে ছাড়া
যাবা কোথায় তারাে দাড়া
দরবেশ সিরাজ সাঁই কয়, লালন গােড়া
পথ ধরে থেকো সদায়।

আদমের রূহু,
এমন দিন কি হবে রে আর ।
খােদা সেই ক’রে গেল রসুল রূপে অবতার।
সেই
কেতাবে শুনিলাম তাই,
নিষ্ঠা যার হ’লাে রে ভাই
মানুষ মুরশিদ করলে সার।
খােদ সুরাতে পয়দা আদম
এও জানা যায় অতি মরম
সাকার নাই যার সুরাত কেমন
লােকে বলবে তাও আমার
আহাম্মদের নাম লিখিতে
মিম হরফ কয় নফি করতে

৩ আবার ৪ আহমদের ৫-৫ মি-মুন ১ আকার

কি কয় তার কিসেতে