পাতা:লালন-গীতিকা.djvu/১৮৬: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৮:৫৯, ২৫ জুলাই ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৪৮
লালন-গীতিকা
১৪৮

১৪৮ লালনগীতিকা

মরার সিঙ্গার ধরে
উচিত জানাজা করে,
যে যথায় সেই মরা
আবার মরিলে জানাজার কি হয়
কথায় হয় না সে মরা
তাদের করণ বেদ ছাড়া সর্বদায়
লালন বলে, সমঝে করাে
মরার হাল গলায় ।

২২১

কে তােমায় এ বেশ-ভূষণে সাজাইল বল শুনি।
জেন্দা দেহে মরন্দায়রা বেশ বােরকা তাজ আর ডাের-কোপিনী
জেন্দা মরার পােশাক পরা,
আপন সরছাদ আপনি সারা,
ভবাে উঙ্কারা
দেখে অসদ্ভাব করণি ॥
মরণের আগে মরে।
ছোঁবেনা তারে
শুনেছি সাধুর দ্বারে
তাই বুঝি করেছ ধনি।
সেজেছ সাজ ভালই তাের
ম’রে যদি ডুবতে পারে।
লালন বলে, যদি ফেরে
দুকূল হবে অপমানি।