পাতা:লালন-গীতিকা.djvu/১৬০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৯:০৩, ২৫ জুলাই ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১২২
লালন-গীতিকা
১২২

১২২ লালনগীতিকা ১৮১

চঁদ-ধরা ফাঁদ জান না মন।
নেহার নাই তোমার লাফালাফি সার,
একবার লাফ দিয়ে ধরতে যাও গগন।
সামান্য রূপের গণ্য পাবে কে,
শুদ্ধ প্রেম রসের রসিক যে,
ও সেই প্রেম কেমন, করো নিরূপণ,
প্রেমের সন্ধি জেনে থাকো চেতন।
ভক্তিপাত্র সিড়ি করো রে নির্ণয়,
মুক্তিদাতা এসে যথা বারাম দেয়,
নইলে হবে না প্রেম উপাসনা,
মিছে জল বাড়িয়ে হবে মরণ।
মুক্তিদাতা আছেন নয়নের অজান,
ভক্তিপায়ে সিড়ি দেখ বর্তমান,
মুখে দীন দীন বল, সিড়ি ধরে চল,
সিড়ি ছাড়লে ফাঁকে পড়বি লালন।*

১৮২

কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা।
শূন্যভরে পোস্তা করে তার উপরে ছাদ আঁটা।
অনন্ত কুঠরি থরে থর,
চারিদিকে আয়না-মহল তার,

১ নাচানাচি ২ রসে তার ৩ কেবল ৪ আগে

  • রবীন্দ্র-সদনে রক্ষিত খাতাতেও এই পদটিতে লালনের ভণিতা পাওয়া

যায়; কিন্তু অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের সংকলনে এটি মদনের পদ বলিয়া নিদিষ্ট।

|