পাতা:লালন-গীতিকা.djvu/৩১১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৯:১৯, ২৫ জুলাই ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৭৩
লালন-গীতিকা
২৭৩

লালন-গীতিকা ২৭৩

মেঘপানে চাতকের বিধান
অন্য জল সে করে না পান
লালন কয়, জগতে প্রমাণ
ভক্তির জ্যেষ্ঠ সেহি ভক্তি।

৩৯৪

অন্তিম কালের কালে ওকি হয় না জানি।
কি মায়াঘােরে কাটালাম হারে দিনমণি।
এনেছিলাম বসে খেলাম
উপার্জন কৈ কি করিলাম
নিকাশের বেলা খাটবে না ভােলা
এলাে বাণী।
জেনে শুনে সােনা ফেলে
মন মজালাম রাঙ পিতলে
এ লাজের কথা বলিব কোথা
আর এখনি ।
ঠকে গেলাম কাজে কাজে
ঘিরিল তনু পঞ্চাশে
লালন বলে, মন কি হবে এখন
বল রে শুনি।

৩৯৫

অসার ভেবে সার দিন গেল আমার
সার বস্তু ধন এবার হ’লাম রে হারা।
হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে
দেখে শুনে নালিশ গেল না মারা।

১৮