পাতা:লালন-গীতিকা.djvu/৩০৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১৯:২১, ২৫ জুলাই ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৬৯
লালন-গীতিকা
২৬৯

লালন-গীতিকা ২৬৯, Ob9

মানুষ অবিশ্বাসে পাইনে রে সে মানুষ-নিধি।
এই মানুষে মিলতাে মানুষ চিনিতাম যদি ।
অধর চঁাদের যতই খেলা
সর্ব উত্তম মানুষ-লীলা
বুঝে মন হলি ভােলা
মানুষ বিরদি ।
যে অঙ্গের অবয়ব মানুষ
জানাে না রে মন বেহুশ
মানুষ ছাড়া নয় সে মানুষ
অনাদির আদি
দেখে মানুষ চিনলাম না রে
চিরদিন মাথারাে ঘােরে
লালন বলে, এ দিন পরে
কি হবে গতি।

॥ Obb

আর কি বসবাে এমন সাধ-বাজারে।
জানি কোন সময়ে কি দশা হয় আমারে।
সাধুর বাজার কি আনন্দময়
যেমন অমাবস্যায় পূর্ণচন্দ্র উদয়,
ভক্তি-নয়ন যার সে চঁাদ দৃষ্ট তার
ভব-বন্ধন-জ্বালা যায় গাে দুরে।
দেবেনাে দুর্লভ পদ সে
সাধু নাম যার সত্যে ভাসে
পতিতপাবনী গঙ্গা জননী
সাধুর চরণ সেও তত বাঞ্ছা করে।