উইকিসংকলন:লিপিশালা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৯৩৮ নং লাইন:
 
{{ping|Jayantanth|Bodhisattwa|আফতাবুজ্জামান}} সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মূদ্রণ সংশোধন প্রতিযোগিতায় আমি বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে ২য় স্থান অর্জন করেছি। পুরস্কার হিসেবে " INR ২,০০০/- উপহার ভাউচার, একটি টি-শার্ট, একটি স্মারকচিহ্ন" প্রদানের কথা রয়েছে। প্রথমত গিফট ভাউচারের ক্ষেত্রে খুব সহজেই বাংলাদেশের রকমারি বা দারাজের গিফট ভাউচার দেওয়া যেতে পারে। এবার অন্যান্য পুরস্কারের ব্যাপারে আসি। উইকিসংকলের লোগো সংবলিত টি-শার্ট ও স্মারকচিহ্ন পাওয়া সত্যিই খুবই আনন্দের ব্যাপার। কিন্তু কয়েকমাস আগে পশ্চিমবঙ্গের উইকিমিডিয়া সম্প্রদায়ের কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি, এগুলো ভারতের বাইরে পাঠানো অনেক খরচ-সাপেক্ষ। তাই পাঠানো সম্ভব হয়ে ওঠে না। আমি অবশ্যই মূল পুরস্কার পেলেই সবচেয়ে বেশি খুশি হব, কিন্তু বিকল্প ব্যবস্থা হিসেবে '''সমমূল্যের উপহার ভাউচার''' পাঠানো সম্ভব হবে কি? [[ব্যবহারকারী:MS Sakib|MS Sakib]] ([[ব্যবহারকারী আলাপ:MS Sakib|আলাপ]]) ১৪:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
:{{ping|MS Sakib}}, আপনি [[উইকিসংকলন:ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা (আগস্ট ২০২১)|যে প্রতিযোগিতায়]] ২য় স্থান অর্জন করেছেন, তার পুরস্কার পাঠানোর দায়িত্বে রয়েছে সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি। তারা যদি আপনাকে বাংলাদেশে পুরষ্কার পাঠাতে পারে, তবে তো ভালোই। এর জন্য সরাসরি {{ping|Jayanta (CIS-A2K)}} এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল এই প্রতিযোগিতার পুরষ্কার পাঠানোর জন্য দায়িত্বগ্রহণ করেনি, তাই ব্যক্তিগত ভাবে আমার পক্ষে সঠিক ভাবে কিছু বলা সম্ভব নয়। পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের পক্ষ থেকে যে সমস্ত প্রতিযোগিতায় পুরস্কার পাঠানোর দায়িত্ব নেওয়া হয়েছে বা হবে, সেক্ষেত্রে আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী বিভিন্ন কারণে বিদেশে পুরস্কার পাঠানো সম্ভব নয়। -- [[ব্যবহারকারী:Bodhisattwa|বোধিসত্ত্ব]] ([[ব্যবহারকারী আলাপ:Bodhisattwa|আলাপ]]) ১৪:৫৫, ১৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)