পাতা:গল্পের বই - সুখলতা রাও.pdf/১৬০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

(কোনও পার্থক্য নেই)

১১:২৯, ১৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৪
গল্পের বই।

ছােট্ট জুত বানিয়ে দাও তবে কেমন হয়? এই শীতের মধ্যে বেচারীরা রােজ রাত্রে শুধু গায় আসে, ওদের বােধ হয় বড় কষ্ট হয়।”

 পরদিন মুচির স্ত্রী দুজনের জন্য ছােট্ট ছােট্ট দুখানি লাল রংএর পােষাক তৈরী কর্‌ল, আর মুচি দুজোড়া লাল জুতা বানাল। রােজ সন্ধ্যার সময়, যেখানে জুতার জন্য চামড়া কেটে রাখ্‌ত, সেদিন সেখানে আর চামড়া না রেখে, সেই পােষাক, আর জুত রেখেছিল। তারপর মুচি আর মুচির স্ত্রী চুপ্‌ করে ঘরের কোণে লুকিয়ে রইল।

 তারপর দুপুর রাত্রে আবার সেই খোকা দুটি এসেছে। এসেই ত তারা এখানে খুঁজছে, ওখানে খুঁজছে, কোথাও জুতাের চামড়া দেখ্‌তে পাচ্ছে না। কোথায় পাবে? সে দিন ত আর চামড়া রাখেনি। সে দিন তার বদলে সেই পােষাক জুতা রাখা হয়েছে। খােকা দুটি চামড়া খুঁজ্‌তে গিয়ে তাই দেখ্‌তে পেয়ে খুসী যা হল! সেই কাপড় আর জুতা উল্টে পাল্টে দেখে আর হাসে। তারপর আস্তে আস্তে পােষাক দুটি পরে দেখ্‌ল ঠিক হয়েছে। জুতায় পা ঢুকিয়ে দেখ্‌ল ঠিক হয়েছে। তখন দুজনে মিলে খানিকক্ষণ খুব নাচ্‌ল। তারপর হাস্‌তে হাস্‌তে সেখান থেকে ছুটে পালাল আর এল না।