পাতা:চীন ভ্রমণ - ইন্দুমাধব মল্লিক.pdf/১৭২: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

SumitaBot (আলোচনা | অবদান)
বট গুগল ওসিআর থেকে প্রাপ্ত লেখা যোগ করছে
 
ট্যাগ: সমস্যাসঙ্কুল
 
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়নি
+
সমস্যাসঙ্কুল
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
১৬২ চীন ভ্রমণ। আমার মনে আনন্দের আর সীমা রহিল না। কত দূরদেশের লোকদের মসঞ্চিত অর্ধদ্বার। এই সকল হিতকর কার্য নির্বাহিত হইতেছে! যাহার; অর্থ উপার্জন করিতে জানে, তাহারাই জার্থের সঙ্গায় বুক। প্রতি কার্যোই কি সুনিয়ম; কি সুশৃঙ্খলা! এই সমস্ত দেখিবার সময় আমার বার বার মনে হতে লাগিল, সমগ্র পৃথিবীতে আধিপতা করিবার উপযুক্ত প্র: ইহাদেরই আছে। এই মন্দির হইত আরও কিছুদূর যাইলে একট বিস্তৃত খেল। মাত্র দেখা যায়। এই স্থানে বৎসরের মধ্যে কয়েকদিন ধরিয়া গরু, ভেড় ঘোড়া ইত্যাদির হাট হয়। পূর্বেই বলিয়াছি, চীনদেশে গৃহপাতি পশুর বড় বাবহার নাই,—তার একটা কারণ, ঐ সকল ঘনবসতি। দেশ বন নাই, সুতরাং সকল পশু জন্মিবে কোথায়? দুরদশ হইতে অনীত ঐ ৪৫] সকল পশু হথায় বিক্রয় হয়। সারা বছরের সবা করিতে হইবে বক্রি বী ঐ কয় দিন তথা জন এ তার আর অবধি থাকে না। পর ব্রজে এই সকল রু স্থান দেয়া ফিরিতে এত * ক্লান্তি বোধ হইল, | পন্তু বিক্রয়ের হাট। | আর দাড়াইতে পারি না। অনুস্থতা নিবন্ধন সমুদ্রে হাওয়া খাইতে গিয়া চীনদেশে যাবার ইচ্ছা হয়েছিল। কেবল নূতন দেশ দেখার উৎসাহে এতটা ঘুরিতে পারিয়াছিলাম, তাতে সামর্থ্যের চেয়ে এত অতিরিক্ত পরিশ্রম হয়েছিল লা লা যেদিন। .৪৮% ১ ২
&& ीिन अभo ।
আমার মনে আনন্দের আর সীমা রহিল না। কত দূরদেশের লোকদের শ্রমসঞ্চিত অর্থদ্বারা এই সকল হিতকর কার্য নিৰ্বাহিত হইতেছে ; যাহারা অর্থ উপাৰ্জন করিতে জানে, তাহারাই অর্থের সন্ধায় বুঝে { প্রতি কাৰ্য্যেই কি সুনিয়ম ; কি সুশৃঙ্খলা ! এই সমস্ত দেখিবার সময় আমার বার বার মনে হ’তে লাগিল, সমগ্ৰ পৃথিবীতে আধিপত্য করিবার উপযুক্ত গুণ৷ ইহঁদেরই আছে ।
এই মন্দির হইতে আরও কিছুদূর যাইলে একটী বিস্তুত খোলা মাঠ দেখা যায় । এই স্থানে বৎসরের মধ্যে কয়েকদিন ধরিয়া গরু, ভেড়া ঘোড়া ইত্যাদির হাট হয়। পূৰ্ব্বেই বলিয়াছি, চীনদেশে গৃহপালিত পশুর বড় ব্যবহার নাই,--তার একটী কারণ, ঐ সকল ঘনবসতির weavalaskansex দেশে বন নাই, সুতরাং ও সকল পশু জন্মিধ্যে কোথা ? দূরদেশ হইতে আনীত ঐ SSSDBBBDS KYS SkKD S BDDDBD হয়। সারা বছরের মত 8ী সওদা করিতে হইবে বলিয়া ঐ কয় দিন তথায় জন
পদব্ৰজে এই সকল স্থান দেখিয়া ফিরিতে এত * কাস্তি বোধ হইল যে, আর দাড়াইতে পারি না । অসুস্থতা নিবন্ধন সমুদ্রে হাওয়া খাইতে গিয়া চীনদেশে যাবার ইচ্ছা হয়েছিল। কেবল নুতন দেশ দেখার উৎসাহে এতটা ঘুরিতে পারিয়াছিলাম, তাতে সামর্থ্যের চেয়ে এত অতিরিক্ত পরিশ্রম হয়েছিল।