পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৬৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

NasirkhanBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
(কোনও পার্থক্য নেই)

০৮:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిaపి • শেষ প্রশ্ন জানাইল তাহাতে বিষয়ের কিছুই ছিলনা। অজিত মৃদুকণ্ঠে বলিল, "নইলে, খুব বেশি লোকে হয়ত সে সময় ক্রীশ্চান হয়ে যেতো। শুধু র্তাদের জন্যেই সেটা হতে পারেনি। কথাটা বলিয়াই সে কমলের মুখের পানে চাহিয়া দেখিল চোখে তাহার অনুমোদন নাই, আছে শুধু তিরস্কার। অথচ, চুপ করিয়াই আছে। হয়ত৯ জবাব দিবার ইচ্ছাও ছিলনা। অজিতকে সে চিনিত,—কিন্তু হরেন্দ্রও যখন ইহারই অফুট প্রতিধ্বনি করিল তখন তাহার অনতিকালপূর্বের কথাগুলার সহিত এই সসঙ্কোচ জড়িমা এমনি বিসদৃশ শুনাইল যে, সে নীরবে থাকিতে পারিলন। কহিল, হরেনবাবু এক ধরণের লোক আছে তারা ভূত মানেনা কিন্তু ভূতের ভয় করে। একেই বলে ড্রাবের ঘরে চুরি। এমন অল্লায় আর কিছু হতেই পারেন । এ দেশে আশ্রমের জন্যে টাকার অভাব হবেন, ছেলের দুর্ভিক্ষও ঘটবেনা ; অতএব, সতীশবাবুর চলে যাবে, কিন্তু ওঁকে পরিত্যাগ করার মিথ্যাচার আপনাকে চিরদিন দুঃখ দেবে। একটু থামিয়া কহিল, আমার বাবা ছিলেন ক্রীশ্চান, কিন্তু আমিযে কি, সে খোজ তিনিও করেননি, আমিও করিনি। র্তার প্রয়োজন ছিলনা, আমার মনে ছিলনা। কামনা করি, ধৰ্ম্মকে যেন আমরণ এমনি ভুলেই থাকৃতে পারি। কিন্তু উচ্ছৃঙ্খল অনাচারী বলে এইমাত্র যাদের গঞ্জনা দিলেন, এবং নমস্ত বলে র্যাদের নমস্কার করলেন, সৰ্ব্বনাশের পাল্লায় কার দান, ভারী, এ প্রশ্নের জবাব একদিন লোকে চাইতে ভুল্বেনা। সতীশের গায়ে কে যেন চাবুকের ঘা মারিল। তীব্র বেদনায় অকস্মাৎ উঠিয়া দাড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনি জানেন এদের নাম ? কখনো শুনেছেন কারো কাছে ?