সে/৪: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
JoyBot (আলোচনা | অবদান)
rp
JoyBot (আলোচনা | অবদান)
→‎top: rplc
৪ নং লাইন:
|previous =[[../]][[সে/৩|৩]]
|next =[[../]][[সে/৫|৫]]
|notes =শান্তিনিকেতন</br />পৌষ ১৩৪৩
|author =রবীন্দ্রনাথ ঠাকুর
|year =
১০ নং লাইন:
|portal =
|categories =রবীন্দ্রনাথ ঠাকুর}}
<div style="padding-left:2em;font-size:1.3em">
স্বপ্ন দেখছি কি জেগে আছি বলতে পারি নে । জানি নে কত রাত । ঘর অন্ধকার , লণ্ঠনটা আছে বারান্দায় , দরজার বাইরে । একটা চামচিকে পোকার লোভে ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে , গয়ায় - পিণ্ডি - না - দেওয়া ভূতের মতো ।
 
৫৫ নং লাইন:
কনেটি কে এবং আছেন কোথায় ।
 
আমার বউদিদির ছোটো বোন , আছেন তাঁরই বাড়িতে ।
 
চেহারায় তোমার বউদিদির সঙ্গে কি মেলে ।
১৩৭ নং লাইন:
পারবে তো ?
 
নিশ্চয় ।
 
প্ল্যানটা কী শুনি ।
২২১ নং লাইন:
বলেই সে চলে গেল ঘুমতে ।
 
এমন সময় একটা গুণ্ডাগোছের মানুষ একেবারে ঘরের মধ্যে উপস্থিত । মস্ত লম্বা , ঘাড় মোটা , মোটা পিপের মতো গর্দান , বনমালীর মতো রঙ কালো , ঝাঁকড়া চুল , খোঁচা খোঁচা গোঁফ , চোখ দুটো রাঙা , গায়ে ছিটের মের‌্‍জাই , কোমরে লাল রঙের ডোরাকাটা লুঙির উপর হলদে রঙের তিন - কোণা গামছা বাঁধা , হাতে পিতলের কাঁকামারা লম্বা একটা বাঁশের লাঠি , গলার আওয়াজ যেন গদাইবাবুদের মোটরগাড়িটার শিঙের মতো । হঠাৎ সে সাড়ে তিন মোন ওজনের গলায় ডেকে উঠল , বাবুমশায় !
 
চমকে উঠে কলমের খোঁচায় খানিকটা কাগজ ছিঁড়ে গেল ।
২৩১ নং লাইন:
আমি বললুম , আমি কী জানি ।
 
পাল্লারাম চোখ পাকিয়ে হাঁক দিয়ে বললে , জান না বটে ! ঐ যে তার তালি - দেওয়া আঁশ - বের - করা সবুজ রঙের এক পাটি পশমের মোজা কাদাসুদ্ধ শুকিয়ে গিয়ে মরা কাঠবেড়ালির কাটা লেজের মতো তোমার বইয়ের শেলফে ঝুলছে , ওটা ফেলে সে যাবে কোন্‌ প্রাণে ।
 
আমি বললুম , লোকসান সইবে না , যেখানে থাকে ফিরে আসবেই । কিন্তু হয়েছে কী ।
২৭৮ নং লাইন:
 
ও চোখ রগড়ে বললে , দিদিমণির বেড়ালটা ।
 
 
এই পর্যন্ত শুনে পুপেদিদি হতাশভাবে বললে , ও কী কথা দাদামশায় , তুমি যে বলছিলে , তুমি নেমন্তন্ন খেতে গিয়েছিলে , তার পরে তোমার ঘরে এসেছিল পাল্লারাম ।
 
সামলে নিলুম । আর একটু হলেই বুদ্ধিমানের মতো বলতে যাচ্ছিলুম আগাগোড়া স্বপ্ন । সব মাটি হত । এখন থেকে পাল্লারামকে নিয়ে উঠে - পড়ে লাগতে হবে যেমন করে পারি । স্বপ্ন যখন বিধাতা ভাঙেন নালিশ খাটে না । আমরা ভাঙলে বড়ো নিষ্ঠুর হয় ।
 
পুপুদিদি বললে , দাদামশায় , ওদের দুজনের বিয়ে হল কি না বললে না তো কিছু ।
'https://bn.wikisource.org/wiki/সে/৪' থেকে আনীত