সে/৯: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
JoyBot (আলোচনা | অবদান)
rp
JoyBot (আলোচনা | অবদান)
→‎top: rplc
৪ নং লাইন:
|previous =[[../]][[সে/৮|৮]]
|next =[[../]][[সে/১০|১০]]
|notes =শান্তিনিকেতন</br />পৌষ ১৩৪৩
|author =রবীন্দ্রনাথ ঠাকুর
|year =
১০ নং লাইন:
|portal =
|categories =রবীন্দ্রনাথ ঠাকুর}}
<div style="padding-left:2em;font-size:1.3em">
সকালবেলায় পুপেদিদি উদ্‌‍বিগ্ন হয়ে প্রশ্ন করলে , দাদামশায় সে'কে নিয়ে সব গল্প কি ফুরিয়ে গেল ।
 
৬৭ নং লাইন:
 
এই হল শুরু। তার পরে ইতিমধ্যে পঁচিশটা সভার সভ্য হয়েছি। বাংলাদেশে সরকারি সভাপতি হয়ে দাঁড়ালেম। আদি ভারতীয় - সংগীত সভা , কচুরিপানা - ধ্বংসন সভা , মৃতসৎকার সভা , সাহিত্যশোধন সভা , তিন চণ্ডীদাসের সমন্বয় সভা , ইক্ষুছিবড়ের পণ্যপরিণতি সভা , খন্যানে খনার লুপ্তভিটা - সংস্কার সভা , পিঁজরাপোলের উন্নতিসাধিনী সভা , ক্ষৌরব্যয়নিবারিণী - দাড়ি - গোঁফ - রক্ষণী সভা — ইত্যাদি সভার বিশিষ্ট সভ্য হয়েছি। অনুরোধ আসছে , ধনুষ্টঙ্কারতত্ত্ব বইখানির ভূমিকা লিখতে , নব্যগণিতপাঠের অভিমত দিতে , ভুবনডাঙায় ভবভূতির জন্মস্থাননির্ণয় পুস্তিকার গ্রন্থকারকে আশীর্বাদ পাঠাতে , রাওলপিণ্ডির ফরেস্ট্‌ অফিসারের কন্যার নামকরণ করতে , দাড়িকামানো সাবানের প্রশংসা জানাতে , পাগলামির ওষুধ সম্বন্ধে নিজের অভিজ্ঞতা প্রচার করতে।
 
 
দাদামশায় , মিছিমিছি তুমি এত বেশি বক যে তোমার সময় নেই বললে কেউ বিশ্বাস করে না । আজ তোমাকে বলতেই হবে , গা ফিরে পেয়ে কী করলে সে ।
৭৪ ⟶ ৭২ নং লাইন:
বিষম খুশি হয়ে চলে গেল দমদমে ।
 
দমদমে কেন ।
 
অনেক দিন পরে নিজের কান দুটো ফিরে পেয়ে স্বকর্ণে আওয়াজ শোনবার শখ ওর কিছুতে মিটতে চায় না । শ্যামবাজারের মোড়ে কান পেতে থাকে ট্র্যামের বাসের ঘড়্‌ঘড়ানিতে । টিটেগড়ের চটকলের দারোয়ানের সঙ্গে ভাব করে নিয়েছে , তার ঘরে বসে কলের গর্জন শুনে ওর চোখ বুজে আসে । ঠোঙায় করে রসগোল্লা আর আলুর দম নিয়ে বার‌্ন্ কোম্পানির কামারের দোকানে বসে খেতে যায় । বন্দুকের তাক অভ্যেস করতে গোড়া ফৌজ গেছে দমদমে , ও তারই ধুম্‌ ধুম্‌ শব্দ শুনছিল আরামে , টার্গেটের ও পারে ব'সে । আনন্দে আর থাকতে পারলে না , টার্গেটের এ ধারে মুখ বাড়িয়ে দেখতে এসেছে , লাগল একটা গুলি ওর মাথায় । — বাস্‌।
১১৯ ⟶ ১১৭ নং লাইন:
 
জান তো ওর বিয়ের সম্বন্ধ আগেই হয়েছে ? ওর যে মগজ বদল হয়ে গেছে সে খবরটা কনের বাড়িতে পৌঁছয় নি । দিন স্থির , লগ্ন স্থির । বরের পিসে ওকে মস্ত দু ছড়া কলা খাইয়ে ঠাণ্ডা করে বিয়ের জায়গায় নিয়ে গেছেন । তার পরে বিয়েবাড়িতে যে কাণ্ডটা হল তা ভালো করে ফলিয়ে বললে তখন তুমিই বলবে , গল্পের মতো গল্প হয়েছে । এর পরে আর ওকে মেরে ফেলবার দরকার হবে না । সে মরার বাড় হবে ।
 
 
সন্ধেবেলায় বসেছি ছাদে । দিব্যি দক্ষিণের হাওয়া দিচ্ছে । শুক্লা চতুর্থীর চাঁদ উঠেছে আকাশে । পুপুদিদি একটি আকন্দের মালা গেঁথে এনেছে কাঁচপাত্রে , গল্প বলা শেষ হলে বক্‌‍শিশ মিলবে ।
'https://bn.wikisource.org/wiki/সে/৯' থেকে আনীত