পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩৬৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

TarunnoBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
(কোনও পার্থক্য নেই)

২৩:৪১, ২৬ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ शङबां९ cफ्जरभांश्नब्र कृङ्गठिद्र चांखि ८ष जांब्र अकबरनब्र क्षरक जांtब्रांनिज श्रेष्ठाइ না—ইহাতে প্রতিহিংসার কিছুই যে নাই—ইহাই সপ্রমাণ করিতে সে পুনশ্চ কছিল, বাকে বিলেতে গিয়ে লেখাপড়া শিখতে হবে, যে সমাজের মধ্যে তাকে চলা-কেরা করতে হবে, ছেলেবেলা থেকে তার সেই জাৰহওয়ার মধ্যে মানুষ হওয়া আৰপ্তক। শিগুকালটা তার অস্বাভাবিক অবস্থার মধ্যে কাটতে দেওয়া তার প্রতি গভীর জঙ্গায় এবং অবিচার করা হবে। এই বলিয়। সে ক্ষণকাল উত্তরের জন্য অপেক্ষা করিয়া কহিল, এ-সম্বন্ধে তোমার বলবার কিছু না থাকে ত স্বতন্ত্ৰ কথা। কিন্তু মুখ বুজে গুৰু দীর্ঘশ্বাস ফেললেই তার জবাব হয় না। সোমেনের সম্বন্ধে আমরা রীতিমত চিত্ত৷ করেই তবে স্থির করেচি । সোমেন পাশেই ৰুমাইতেছিল। এ বাটতে আর কোন স্ত্রীলোক না থাকায় জাসিয়া পৰ্য্যস্ত উষা তাহাকে নিজের কাছে লইয়া শয়ন করিত । তাহার নিন্ত্রিত ললাটের উপর সে সস্নেহে ও সম্ভপণে বামহাতথানি রাখিয়া ধীরে ধীরে কছিল, যাই কেন না স্থির কর, ছেলের কল্যাণের জন্যই তুমি স্থির করবে। এ ছাড়া আর কি কেউ কখনও ভাৰতে পারে। বেশ ত, তাই তুমি ক’রে। ইলেক্ট্রক আলোগুলি নিবাইয়া দিয়া ঘরের কোণে মিট্‌ মিটু করিয়া একটা তেলের প্রদীপ জলিতেছিল, সেই সামান্ত অালোকে শৈলেশ নিজের বিছানায় উঠিয়া বসিয়া অদূরবর্তী শয্যায় শায়িত উষার মুখের দিকে চাহিয়া দেখিবার চেষ্টা করিয়া বলিল, তা ছাড়া সে সোমেনের সমস্ত পড়ার খরচ দেবে বলেচে । সে ত कम बब्र ! উবার কণ্ঠস্বরে কিছুতেই উত্তেজনা প্রকাশ পাইত না । শান্তভাবে কথা কহাই তাহার প্রকৃতি । কহিল, না, সে হতে পারবে না। ছেলে মানুষ করবার খরচ দিতে জামি তাকে দিতে পারব না। শৈলেশ কছিল, সে যে অনেক টাকার দরকার। উষা তেমনি শাম্ভকণ্ঠে বলিল, দরকার হয় দিতে হবে । কিন্তু জার রাও জেগে৷ না, তুমি মোও। পরদিন অপরাহূকালে শৈলেশ কলেজ ও ক্লাব হইতে বাড়ি ফিরিয়া রাখার একপ্রকার সুপরিচিত ও সুপ্রিয় গন্ধের ভ্রাণ পাইয়া বিস্মিত ও পুলকিতচিত্তে তাহার পড়ার স্বরে প্রবেশ করিল। অনতিকাল পরে চা ও খাবার লইয়া যে ব্যক্তি দর্শন ছিলেন, শৈলেশ মুখ তুলিয়া চাহিয়া দেখিল, সে মুসলমান । রাত্রে খাবারঘরে আলো জলিল, এবং সজ্জিত টেবিলের চেহারা দেখিয়া শৈলেশ भrम ऋन जबैौकांब्र कब्रिटङ vांब्रिल मी cष, देशांब्र अछ त्रज्रास जानां★रन भन छांशंब नआहे काब पाष९ वTांकूण हऐशा फेfद्रांहिण । Фф3