পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/৩৫: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

TarunnoBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
(কোনও পার্থক্য নেই)

১২:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐडल्ली

  1. 11 আছে বৈ কি ! বড় দরকার, আজ এ দয়া আমাকে করতেই হবে ।

থাকলে ত দয়া করব । দুটো টাকা তোমার আছেই। আমি জানি আছে। টাকার অভাবে বাড়িতে আমার খেতে পাচ্ছে না, আমার রোগা ছেলের মুখের খাবার কেড়ে খেয়েছি ; লজ্জায় স্বণায় আমার বুক ফেটে যাচ্চে, কাতু আজ আমাকে বাঁচাও— থাকলে ত বঁাচাব ? আমার একটি পয়সাও নেই। এইবার হারাণচন্দ্রের ক্রোধ হইল ; বলিলেন, কেন থাকবে না ? এত টাকা দিলাম, আর আমার অসময়ে দুটাে টাকাও বেরোয় না ? চাবিটা দাও দেখি, সিন্দুক খুলে দেখি টাকা আছে কি না । কাত্যায়নীর আঁতে ঘা লাগিল। একটা অবাচ্য অস্ফুট শব্দ করিয়া উঠিয়া বসিল । ক্ৰোধদপ্ত-লোচনে হারাণের মুখের উপর তীব্র দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, কেন, তুমি কে যে তোমাকে সিন্দুকের চাবি দেব ? সে ছোটলোকের মেয়ে, নীচ কথা তাহার মুখে বাধে না। অনায়াসে চীৎকার করিয়া বলিল, যখন রেখেছিলে তখন টাকা দিয়েছিলে, তা বলে তোমার দুঃসময়ে কি সে টাকা ফিরিয়ে দেব ? হারাণচন্দ্র একেবারে এতটুকু হইয়া গেলেন । কাত্যায়নীর মুখের সম্মুখে তিনি কখনই দাড়াইতে পারেন না, আজও পারিলেন না । নিতান্ত নরম হইয়া বলিলেন, তবু ভালবেসেও ত একটু উপকার করতে হয় ? ছাই ভালবাসা । মুখে আগুন অমন ভালবাসার। আজ তিনমাস থেকে একটি পয়সা দিয়েচ কি যে ভালবাসব ! ছিঃ ! অমন কথা বোলো না কাতু, ভালবাসা কি নেই ? এক তিলও না । আমাদের যেখানে পেট ভরে সেইখানে ভালবাসা । এ কি তোমার ঘরের স্ত্রী যে গলায় ছুরি দিলেও ভালবাসতে হবে ? তোমা ছাড়া কি আমার গতি নেই ? যেখানে টাকা সেইখানেই আমার যত্ন, সেইখানে আমার ভালবাসা । যাও, বাড়ি যাও—এত রাত্তিরে বিরক্ত ক’রো না । কাতু, সব কি ফুরোলে ? অনেকদিন ফুরিয়েচে । এতদিন চক্ষুলঙ্গায় কিছু বলিনি। আজ যখন কথা পড়লে তখন সমস্ত স্পষ্ট করেই বলি ; তোমার স্বভাব-চরিত্র খারাপ—আমার এখানে আর এলো না । বাবুদের টাকা চুরি করে জেলে যাচ্ছিলে—চাকরি-বাকরি নেই, কোম্নি আমার কি সৰ্ব্বনাশ করে ফেলবে, তার চেয়ে জাগে-ভাগে পথ দেখাই ভাল । এখানে আর ঢুকে না । হারাণচন্দ্র বহুক্ষণ সেইখানে সেই অবস্থায় মৌন হুইয়া বসিয়া রছিলেন, তাহার 象就 gسسةb