পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৩৫০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

TarunnoBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
(কোনও পার্থক্য নেই)

২১:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ । CBBB BBB BB BBS BBBBDD MSBB DDH HHH BB BB S BBBBBB একতিল কম পন্ড করেনি ঠাকুরপো! দিবাকর প্রবলবেগে মাখা নাড়িয়া বলিল, না না, অল্প কারও কথায় আমার কাজ নেই, বোঁদি, কিন্তু আমার আজকের অপরাধের প্রায়শ্চিত্ত হবে কি করে? আমাকে বলে দাও,-আমি তাই প্রাণপণে করব । কিরণময়ী কহিল, অপরাধ আবার কি ? শোননি, এতে মাছুষ মানুষকে খুন করে ফেলে ? তুমি ত আৰু ঠেলে দিয়েচ,-অপরাধ আমি করিনি ? সব কি কেবল তোমারই দোষ ? কিন্তু, যাক গে এ-সব । সমস্ত অভিযোগ-অলুযোগের কাজ শেষ হয়ে গেছে— এতে তোমারও ভবিষ্কাতে আর দয়কার হবে না, আমারও না। এখন যাও, হাত-মুখ ধুয়ে এসে ভাত খেতে বসে । আমি যেন আর দাড়াতে পাচ্চিনে । দিবাকর ধীরে ধীরে উঠিয়া বসিল । কিরণময়ীয় কণ্ঠস্বরে সে বুঝিয়াছিল, জার কথা-বার্তা কহিতেও সে ইচ্ছুক নয় । সমস্তদিন উপবাসের পর দিবাকর খাওয়া শেষ করিয়া বাহিরে জাচাইতে গেল । তাহার মনের মানিটাও কমিয়া আসিয়াছিল। অঁাচাইয়া হৃৎচিত্তে ঘরে ঢুকিয়া একটু আশ্চৰ্য্য হইয়াই দেখিল কিরণময়ী তাহার বিছানাটা গুটাইল্লা খাট হইতে নীচে নামাইয়া রাখিয়াছে। জিজ্ঞাসা করিল, নামাচ্চ কেন ? কিরণময়ী অবিচলিত-স্বরে কহিল, আগে বললে হয়তো তোমার খাওয়া হ’তো না, তাই বলিনি। আজ থেকে আমাদের মধ্যে আর দেখা-সাক্ষাৎ হবে না । রাত এখনো বেশী হয়নি, আজকের মত কালীবাড়িতে গিয়ে শোও গে, কাল মুবিধে মত একটা বাসা খুজে নিও । জায় যদি এদেশে না থাকতে চাও, পরশু স্টিমার আছে, আমি টাকা দেব, দেশে ফিরে যেয়ো । মোট কথা, যা ইচ্ছে হয় ক’রো, আমার সঙ্গে তোমার আর কোন সম্বন্ধ থাকবে না । দিবাকর হতজ্ঞানের মত কথাগুলা শুনিয়া যাইতেছিল। তাহার মনে হইতেছিল, কিরণময়ীর মমতা-লেশহীন এক একটি শব্দ যেন কঠিন পাষাণখণ্ডের মত তাহাঙ্গের মাঝখানে চিরদিনের অভেদ্য প্রাচীর গাথিয়া তুলিতেছে । তাহার কথা শেষ হইলে, সে স্বপ্নাবিষ্টের মত কহিল, আর তুমি ? কিরণময়ী কহিল, আমার কথা শুনে তোমার লাভ নেই, তবে এ দেশে যদি থাকো, কাল-পরস্ত শুনতেই পাবে। দিবাকর কছিল, তা হলে বাড়িয়ালীর কথাই সত্যি—সেই খোট্ট মারোয়াড়ীটাই— কিরণময়ী কঠিনম্বরে জবাব দিল, হতেও পারে। কিন্তু, আর ঘাই হোক, তোমার কাধে ভর দিয়ে অধঃপথে নেমেছিলুম বলেই যে তার শেষ ধাপটি পৰ্য্যন্ত was e