পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৫৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

TarunnoBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
(কোনও পার্থক্য নেই)

২১:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o, শরৎ-সাহিত্য-সংগ্ৰহ আমার কোন বই-ই উপন্যাস-পদবাচ্য নয়, তাতেও বোধ করি একটা সাময়িক বেদন ছাড়া আর কিছুই মনে হতো না। হয়ত বিশ্বাস করা শক্ত, হয়ত মনে হবে আমি অত্যধিক দীনতা প্রকাশ করচি, কিন্তু এই সাধনাই আমি সারা জীবন করেছি। এই জগুই কোন আক্রমণেরই প্রতিবাদ করিনে। যৌবনে এক-আধটা রবীন্দ্রনাথের বিরুদ্ধে করেছিলাম বটে, কিন্তু সে আমার প্রকৃতি নয়, বিকৃতি। নানা হেতু থাকার জষ্ঠেই হয়ত ভুল ক'রে করেছিলাম। স্বাস্থ্য ভেঙে গেছে, বেশীদিন আর এখানে থাকতে হবে মনে করিনে, এই সামান্ত সময়টুকু যেন এমনিধারা মন নিয়েই থাকতে পারি। যৌবনের কিছু কিছু ভুলের জন্তে পরিতাপ হয়। একটা কথা আমার মনে রেখে মন্ট, কোন কারণেই কাউকে ব্যথা দিয়ে না । তোমার কাজই তোমাকে সফলতা দেবে। বাড়িগুলো তোমার বিক্ৰী ক'রে দিচ্চো ? কিন্তু এর কি কোন প্রয়োজন আছে ? এদেশের সকল সম্বন্ধ তুমি ছিন্ন করে ফেলেচে ভাবলে বড় ক্লেশ বোধ হয়। আমার চিঠি-লেখা চিরকালই এলো-মেলো হয়, বিশেষত: এই পীড়িত দেহে । যদি কোথাও অসংলগ্ন কিছু লিখে ফেলে থাকি কিছু মনে কোরো না। ভাল যদি একটু বোধ করি তোমার দুখানা বই-ই মন দিয়ে পড়বো ॥৫ ইতি—শুভকাঙ্ক্ষী ঐশরৎচন্দ্র চট্টোপাধ্যায় ৩রা মাঘ, ১৩৪২ সমতাবেড়, পানিত্রাস, হাবড়া ২৮শে পৌষ, ১৩৩৮ { জানুয়ারী, ১৯৩২ ] পৰম কল্যাণীয়েষ্ণু, অমল, ফিরে এসে অবধি ভাবছি তোমাকে লিখব, কিন্তু শরীরে দেয়নি। আমি চিরকাল যুম-ফাতুরে মানুষ, কিন্তু কি যে হয়েছে জানিনে,—আমার ঘুম যেন কোথায় পালিয়েছে। শরীরে এমন অস্বপ্তি কখনো বোধ করিনি। পায়ের একটা পুরোনো ৰাখাও যেন মাথা চাড়া দিয়ে উঠেছে। সত্যি অমল, আমি যে কতখানি খুশী হয়ে এসেছি, সে তোমরা (না তুমি ?) BD DD DBBBD DBDD DBB BB BBBB S DBDSDDBB DDDS সাহিত্য দালোচনাসভা শরৎচন্দ্র সভাপতি ছিলেন) আমার গলায় মালা দিলে ৰলে নয়,-জামার লেখা মানপত্র কবির হাতে দিলে বলেও নয়—যেভাবে এই বিরাট

  • क्रेिणैौनकूबांब ब्रांद्रष्क निषेिठ !

ט88י