পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/২৫০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

TarunnoBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
(কোনও পার্থক্য নেই)

১৮:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ কিন্তু কি কারণে শঙ্কুর সেদিন মাঠে বাহির হইতে বিলম্ব হইয়াছিল। সে সবেমাত্র পাস্তা-ভাত শেষ করিয়া হাত ধুইবার উদ্যোগ করিতেছিল, এমনি সময়ে ছোটবোঁ । পুকুর-ঘাট হইতে উঠিপড়ি করিয়া চুটিয়া আসিয়া স্বামীকে সংবাদ দিল। শঙ্কুর কোথায় রহিল জলের ঘাট-কোথায় রহিল হাত-মুখ ধোওয়া, সে রৈ-রাই শব্দে সমস্ত পাড়াটা তোলপাড় করিয়া তিন লাফে আসিয়া এটো-হাতেই পাতা কয়টি কাড়িয়া লইয়া টান মারিয়া ফেলিয়া দিল এবং সঙ্গে সঙ্গে বড়ভাজের প্রতি যে-সকল বাক্য প্রয়োগ করিল, সে-সকল সে আর যেখানেই শিথিয়া থাকুক, রামায়ণের লক্ষ্মণ-চরিত্র হইতে যে শিক্ষা করে নাই তাহা নিংসংশয়ে বলা যায়। এদিকে বড়বে কাদিতে কঁাদিতে বাড়ি গিয়া মাঠে স্বামীর নিকট খবর পাঠাইয়া দিল । শিৰু লাঙ্গল ফেলিয়া কান্তে হাতে করিয়া ছুটিয়া আসিল এবং বঁাশঝাড়ের অদূরে দাড়াইয়া অনুপস্থিত কনিষ্ঠের উদ্দেশ্বে অস্ত্র ঘুরাইয়া চীৎকার করিয়া এমন কাও বাধাইল যে, ভীড় জমিয়া গেল। তাহাতেও যখন ক্ষোভ মিটিল না, তখন সে জমিদার বাড়িতে নালিশ করিতে গেল এবং এই বলিয়া শাসাইয়া গেল যে চৌধুৰীমশাই এর বিলন করেন ভালই, না হইলে সে সদরে গিয়া এক নম্বর রুজু করিবে—তবে তার নাম শিবু সামন্ত । - ওদিকে শম্ভু বাঁশপাত-কাড়ার কৰ্ত্তব্যটা শেষ করিয়াই মনের মুখে হাল গরু লইয়া মাঠে চলিয়া গিয়াছিল। স্ত্রীর নিষেধ শুনে নাই। বাটতে ছোটবে একা । ইতিমধ্যে ভাণ্ডর মাসিয়া টংকারে পাড়া জড় করিয়া বীরপে এক তরফ জয়ী श्ब्रां চলিয়া গেলেন, ভাদ্রবধু হইয়া সে সমস্ত কানে শুনিয়াও একটা কথারও জবাব দিতে পারিল না। ইহাতে তাহার মনস্তাপ ও স্বামীর বিরুদ্ধে নতুন অভিমানের অবধি ৰহিল না। সে রান্নাঘরের দিকেও গেল না। বিরস-মুখে দাওয়ার উপর পা ছড়াইয়া বসিয়া বুহিল । 摄 শিবুর বাড়িতেও সেই দশা। বড়বে প্রতিজ্ঞা করিয়া স্বামীর পথ চাহিয়া বসিয়া আছে। হয় সে ইহার একটা বিহিত করুক, নয় সে জলটুকু পৰ্যন্ত মুখে না দিয়া বাপের বাড়ি চলিয়া যাইবে। দু'টা বাশপাতার জন্তে দেওরের হাতে এত লাঞ্ছনা! বেলা দেড় প্রহর হইয়া গেল, তখনও শিবুর দেখা নাই। বড়বে ছট্‌ফট্‌ করিতে লাগিল, কি জানি চৌধুরীমশায়ের বাটা হইতেই বা তিনি এক নম্বর রন্ধু করিতে সোজা সদরে চলিয়া গেলেন । এমন সময় বাহিরের দরজায় বানাৎ করিয়া সজোরে ধাক্কা দিয়া শঙ্কুর বড়ছেলে গত্বারাম প্রবেশ করিল। বয়স তাহার ষোল-সতের, কিংবা এমনি ७कछै किडू । किरू ३8 ●