বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
→‎মিডিয়াউইকি:Gadget-WSexport.js: নতুন অনুচ্ছেদ
৪৬৬ নং লাইন:
বেলায়েত ভাই, কিছু মনে করবেন না, আপনি যে ৪টি টেমপ্লেটে নথি থেকে ->doc এ পরিবর্তন করেছেন সেগুলি আমি আবার "নথি"তে নিতে চাই। সাথে ইম্পোর্ট করা /doc গুলিও /নথি -তে পুননির্দেশ দিয়ে দিব। কারণ, এখন যদি /doc হিসেবে রেখে দেন পরে আর এটি /নথি -তে পরিবর্তন করতে পারবেন না অথবা করতে অনেক কষ্ট হবে (যেমনটা বাংলা উইকিপিডিয়ায় হয়েছে)। হয়তো বলতে পারেন এত ঝামেলা করার দরকার কি! উ:→ আমাদের যখন সুযোগ রয়েছে তখন নাম বাংলা করতে ক্ষতি কি, শুধু টেমপ্লেট নথি ইম্পোর্ট করলে একটু কষ্ট করে পুননির্দেশ দিতে হবে এইছাড়া আর কোন সমস্যা নেই। আর আমি /doc বা /নথি এই দুইটিতেই যাতে কাজ করে তা করার চেষ্টা করব। আপনি কি বলেন /doc থেকে /নথিতে কি নিব? --[[ব্যবহারকারী:Aftab1995|Aftab1995]] ([[ব্যবহারকারী আলাপ:Aftab1995|আলাপ]]) ২২:০৩, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
::দেখুন ঝামেলা এড়াতেই কিন্তু ইম্পোর্ট করা তাতে যদি ঝামেলা বাড়ে তাহলে ব্যাপারটা ঠিক হবে না। আর শুধু নথি বাংলায় ব্যবহার করার কোনো যুক্তি আমি দেখি না। কারণ পুরো টেমপ্লেটের নাম থাকছে ইংরেজিতে আর doc অংশটি নথি করার কি লাভ আমার বোধগম্য নয়। ধরুন "টেমপ্লেট:Documentation/নথি"। এখানে নথি করার কি প্রয়োজন? এখানে সুযোগের কোনো কথা না, যুক্তিযুক্ত কারণতো থাকতে হবে। অযথা ঝামেলা করে সহজকে কঠিন করার বা অযথা বাড়তি কাজ বাড়ানোর তো কোন মানে হয় না। আর আমাদের যেহেতু অন্য ভাষা বিশেষ করে ইংরেজি থেকে টেকনিক্যাল পাতাগুলো আনতেই হয় সেখানে এ ধরনের কিছু করার বিশেষ কারণ দেখি না। অনুগ্রহ করে নথিতে ফেরত নিবেন না। বিষয়টি নিয়ে চিন্তা করে দেখুন। আমাদের অনেক টেমপ্লেট, মডিউল ইম্পোর্ট করতে হবে, যা ধরে ধরে আবার নথি করার মত বাড়তি সময় এবং শ্রম ব্যয় করার কোনো মানে হয় না।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ০৯:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
 
== মিডিয়াউইকি:Gadget-WSexport.js ==
 
[[মিডিয়াউইকি:Gadget-WSexport.js]] পাতায় /book.php?lang=en এর পরিবর্তে /book.php?lang=bn দিন (en থাকলে ডাউনলোড কাজ করে না)। 'Download as EPUB', -এর অনুবাদ 'EPUB হিসাবে ডাউনলোড', আর 'Download an EPUB version of this page', -এর অনুবাদ 'এই পাতার একটি EPUB সংস্করণ ডাউনলোড করুন', দিন। (পার্শ্বদণ্ডে মুদ্রণ/এক্সপোর্ট অংশে ইংরেজি লেখা সুন্দর সুন্দর দেখাচ্ছে না, তাই)--[[ব্যবহারকারী:Aftab1995|Aftab1995]] ([[ব্যবহারকারী আলাপ:Aftab1995|আলাপ]]) ১৩:৩২, ৩ অক্টোবর ২০১৩ (ইউটিসি)