উইকিসংকলন:কপিরাইট নীতিমালা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৯ নং লাইন:
 
==কপিরাইট লঙ্ঘন==
আপনি খুঁজে পান ও বিশ্বাস করেন যে, কোন একটি লেখা কপিরাইট বিধিলঙ্ঘন করেছে , তাহলে আপনি [[Wikisource:Possible copyright violations|সম্ভাব্য কপিরাইট লঙ্ঘন]] পাতায় বার্তা দিয়ে লেখাটিকে উইকিসংকলন থেকে সরিয়ে ফেলার অনুরোধ করতে পারেন। বিকল্পরূপে আপনার যদি দেখেন আপনার নিজের কপিরাইট লঙ্ঘন করা হয়েছে, আপনি [[wikimedia:Designated agent| উইকিমিডিয়া ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত এজেন্টের]] সাথে যোগাযোগ করে লেখাটি অপসারণ করার অনুরোধ জানাতে পারেন। সমস্যা সংশোধন না হওয়া পর্যন্ত পাতাটিতে অবিলম্বে একটি কপিরাইট লঙ্ঘন বিজ্ঞপ্তি দিয়ে লেখা ফাঁকা করা হবে। আপনি অবশ্যই আপনার দাবির সমর্থনে কিছু প্রমাণ প্রদান করবেন। আপনি প্রমানের জন্য কোনো URL বা অন্যান্য রেফারেন্স প্রদান করতে পারেন। ইচ্ছাকৃতভাবে বার বার এই নীতি বিজ্ঞপ্তি ঘোষিত হওয়ার পর কপিরাইটযুক্ত গ্রন্থে যে অবদানকারী যোগ করবেন, প্রকল্প উইকিসংকলন সম্পাদনা করা থেকে সেই অবদানকারীকে অবরুদ্ধ করা হতে পারে।
 
==আরও দেখুন==