বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Bellayet (আলোচনা | অবদান)
২০ নং লাইন:
[[ব্যবহারকারী:Jayantanth|Jayantanth]] ([[ব্যবহারকারী আলাপ:Jayantanth|আলাপ]]) ১০:২১, ১৭ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
::জয়ন্তদা, বইগুলো কমন্সে আপলোড করতে পারলে আসলেই চমৎকার একটি কাজ হবে। এরপর ধরে ধরে ডিজিটাইজেশন এবং প্রুফরিডের কাজ করা যাবে। আইইজির ফান্ড হলেতো ভাল, না হলেও এটার জন্যে কাজ করার ইচ্ছা আমার আছে। আশা করি সাথে থাকবেন।--[[User:bellayet|বেলায়েত]] ([[User talk:bellayet|আলাপ]] | [[Special:Contributions/bellayet|অবদান]]) ০৩:৪৭, ১৮ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
 
::: আর কিছু কথা যা বলা জরুরি,
::::*হ্যা সব বই ই কমন্সে আপলোড করব, ধিরে ধিরে। ফাইলের সাইজ খুব বড়, সে পিডিএফ বা ডেজাভু হোক, তাই সময় ও বাইট দুই ই লাগছে। কমন্সে বইগুলি এখানে পাবেন [[commons:Category:Books in Bengali]].
*আমি প্রথমে যেটা করছি, এখানে থাকা সকল লেখা যার প্রুফরিড হয়নি, বিভিন্ন যায়গা থেকে অনেকে অনেকে কপি-পেষ্ট করেছেন বা টাইপ করেছেন, সেই লেখার স্ক্যান কপি আপলোড করব, রবীন্দ্র, শরৎ, বঙ্কিম তার মধ্যে আগে করব বা করছি। যা প্রুফরিড করতে সাহায্য করবে। তাতে বাংলা উইকিসংকলনের মান বাড়বে। আশা করি লক্ষ্য করেছেন, অন্যন্য উইকিসোর্সে এই কাজটি করে চলেছে।
*ব্যক্তিগত ভাবে আপনি যে প্রজেক্টের জন্য আইইজির ফান্ড চেয়েছেন আমারও ঠিক একই বিষয়ে ভীষন রকম আগ্রহ আছে। আশা করা যায় ফান্ড এসে যাবে। মূলত আপনার কাজের জন্যই বিভিন্ন বিষয়ের লেখা আপলোড করে চলেছি, যাতে আপনার প্রজেক্টের জন্য সুবিধা হয়। আপনার যদি তেমন কোন বইয়ের দরকার হয়, আমাকে জানাতে পারেন, ইন্টার নেটে প্রাপ্ত হলে আমি আপলোড করে সাহায্য করতে পারি।
* আমাদের কে একটু বুদ্ধিমানের সঙ্গে কাজ করতে হবে, আশা করি আপনিও তাতে মত দেবেন, [http://www.nltr.org/index.php ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ] রবীন্দ্র, শরৎ, বঙ্কিম,শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত, সুকান্ত ভট্টাচার্য স্বামী বিবেকানন্দের সমগ্র বাংলা রচনার ইউনিকোডে প্রকাশ করেছেন, বা এমনই ইউনিকোডের কিছু সাইট আছে, যেখান থেকে আমরা বিনা টাইপে লেখাগুলিকে কপি-পেষ্ট করে নিয়ে আসতে পারি। শুধু মাত্র প্রুফরিড করার মাধ্যমে ভুল গুলো শুধরাতে হবে, উইকিসংকলনের মান্যতায় আনতে হবে। প্রুফরিড এখন পর্‍্যন্ত '''অবশ্য কর্তব্য''' না হলেও এটাকেই উৎসাহিত করা হচ্ছে। এবং অদূর ভবিষতে এটাকেই অবশ্য কর্তব্য রুপ্রেই গন্য করা হবে। এই নিয়ে কিছু আলোচনা ইংরেজি ও ওল্ড উইকিসোর্সে চলছে। ( উইকিপিডিয়ার মতই যাচাইকরণ নীতি)। তাই আমরা বা আপনার প্রজেক্টে দয়া করে টাইপ করাবেন সেইগুলি , যেগুলির ইউনিকোডে নেই, বা অন্য কোন সংগঠন সেই কাজে হাত দেন নি। আমি সেই জন্য [[উইকিসংকলন:উৎস]] পাতাটি তৈরি করলাম, এখানে আপনার জানা সাইটিও যোগ করতে পারেন।
*আমিও মতই একই রকম কাজ করব, উইকিমিডিয়া ইন্ডিয়া থেকে ফান্ড নিয়ে। আমি এখন যে কাজগুলি করছি তা কোনো ফান্ড ছাড়াই সম্ভব।
*[[mw:Extension:BookManagerv2]] এইটি চালু হলে আরও সুবিধা হবে।
* ওসিআর, কোন না কোনদিন কিছু একটা মানসন্মত অবস্থায় আসবে, সেদিন আমাদের কাজ আর ও সুবিধা হবে, ততদিন টাইপ করা ছাড়া কোনো গতি নেই। পাবলিক ডোমেইনের বাংলা বই কম নয়, [http://www.dli.ernet.in/cgi-bin/advsearch_db.cgi?listStart=0&language1=Bengali&perPage=20 এখানে যদি দেখেন] দেখবেন এখন প্রায় ২৫০০০+ বই বাংলাতেই প্রাপ্য। আগে বলেছি।
[[ব্যবহারকারী:Jayantanth|Jayantanth]] ([[ব্যবহারকারী আলাপ:Jayantanth|আলাপ]]) ১৩:২২, ২১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)