বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Trinanjon (আলোচনা | অবদান)
৩৮ নং লাইন:
 
ঃ আপনি ঠি কোন্টার উপর কাজ করতে চান আমাকে জানান। তাতে সুবিধা হয়। এখানে প্রুফরিড করে কাজ করার একটি বিষেষ টুল আছে, যা যাচাই করনের কাজ হয়। তাহলে আমি সংশ্লিশট বইটির পিডিএফ কপি কে আমি এখানে আপলোড করে দেব, তাতে কাজটি সুবিধা হবে। এবং আমি আপনাকে শিক্ষিয়ে দেব, কিভাবে প্রুফরিড করে কাজ করা হয় এখানে। আর যে কোন রকম সাহায্যের জন্য আমার সাথে যোগাযোগ করুন।--[[User:Jayantanth|Jayantanth]] ([[User talk:Jayantanth|আলাপ]]) ০৯:৪৮, ১৪ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
: আমি পুরাণ আর মহাকাব্য বিষয়ক কাজগুলি করতে চাই। আমি ই-বুক সংগ্রহ করি মূলত আপনার দেওয়া লিঙ্ক থেকে (ওয়েস্ট বেঙ্গল পাবলিক লাইব্রেরি নেটওয়ার্ক)। কিন্তু সমস্যা হল কোন একটি নির্দিষ্ট বইয়ের সমস্ত পাতা এখানে একসাথে পাওয়া সম্ভব হয় না সবসময়। আর দ্বিতীয় সমস্যা হল বাংলায় কোন কার্যকরী ওসিআর নেই যা দ্বারা স্ক্যান করা মুদ্রিত অক্ষরকে ইউনিকোডে রূপান্তরিত করা যায়। তাই যা পাচ্ছি তা যদি পাবলিক ডোমেনে হয় তো সেটাই টাইপ করে দিচ্ছি। -[[User:Trinanjon|Trinanjon]] ([[User talk:Trinanjon|আলাপ]]) ০৫:৩৭, ১৫ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)