পাতা:আর্য্যদর্শন - দ্বিতীয় খণ্ড.pdf/১২২: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

TarunnoBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
(কোনও পার্থক্য নেই)

১৭:৩৮, ৩ এপ্রিল ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আষাঢ় ১২৮২ | | - চিত্তবিনোদিনী | S AAAAAA SAAAT TTTAAA S SAAAS AAAA S כאל כי | इहेड ভ্রান্তি জন্মিলে, সন্নিকর্ষে সে ভ্রান্তির রহস্যভেদ হয় । মুখে মুখে সাদৃশ্য আছে বটে, কিন্তু প্রভেদও আছে । এরূপ দুজনের মুখ দেখা যায়, যে সে মুখস্বয় সম্পূর্ণ বিভিন্ন, একের গঠন যে ভঙ্গিতে, অপরের গঠন ঠিক তাহার বিপরীত। আবার এরূপ মুখেরও অভাৰ নাই,যে, গঠনভঙ্গি ঠিক একবিধ, কিন্তু সামান্য বৈলক্ষ্য জন্য কথঞ্চিৎ প্রভেদ হইয়াছে। চিত্রকর ও দ্বিবিধ । এরূপ চিত্রকর আছেন যিনি সম্পূর্ণ বিসদৃশ ভাব অঙ্কিত করিতে নিপুণ। আবার এরূপ চিত্রকর দেখা যায়, যাহার সুকুমার তুলিকায় সাদৃশ্যের বৈাক্ষণ অতি বিশদo অঙ্কিত হয় । একজন দীর্ঘাকার এবং গোলাকার মুখের বিসদৃশ সৌন্দৰ্যভঙ্গি প্রকাশিত করেন, অন্যজন छूट्रे দীর্ঘাকার অথবা দুই গোলাকার মুখের সৌন্দৰ্য্য বৈলক্ষণ অঙ্কুরঞ্জিত করেন। এই চিত্রকরেরা যদি উপন্যাসলেখক হয়েন, র্তাহারা মুখভঙ্গি যেমন চিত্রিত করিবেন, মানবহৃদয়ের ভাবসম্বন্ধেও ঠিক তাহাই করিবেন। আমদিগের গ্রন্থকার ইহাদিগের অন্যতর। তিনি সদৃশ পদার্থের বিভিন্নতার প্রদর্শন করিতে বিলক্ষণ নিপুণ । তাহার লেখনীর মুকুমার স্পর্শে এই বৈলক্ষণ্যের সৌন্দর্য্য অতি রমণীয় ভাবে বিকশিত হয়। দৃষ্টাস্তের করিয়া থাকিতে পারি না । চন্দ্রকে ভালবাসিতেন। তাহাকে দেখিতে | বার্তাহার সহিত কথোপকথন করিতে | আনন্দবোধ করিতেন। চারু ও এমির স্নিগ্ধ গুণে মুগ্ধ হইয় তাহাকে স্নেহ | করিতেন। কৰ্ম্মোপলক্ষে এমির সহিত সাক্ষাৎ বা কথোপকথন করিতে পাইলে বড়ই গ্রীত হইতেন। বস্তুতঃ উভয়েরই মনে অল্প অল্প অমুরাগের সঞ্চার হইয়াছিল। কিন্তু সে অনুরাগ ভ্রাতৃস্নেহও নহে, সৌহার্দ ও নহে, প্রণয়ও নহে। এক ভাবাপন্ন আত্মাদ্বয়ের পরম্পর স্বাভাধিক আকর্ষণে যে ঐক্য,যে অনুরাগ জন্মে উহ। তাহাই । এ অনুরাগ অতি সাধারণ, অতি মৃদু। উভয়ের বংশ মর্য্যাদার ঐক্য থাকিলে ভ্রাতৃস্নেহ বলা যাইতে | পারিত, অবস্থার ঐক্য থাকিলে ইহা সোঁহাদে পরিণত হইত, এবং সম্মিলনের সম্ভাবনা থাকিলে ইহা হইতে প্রণয়ও উৎপন্ন হইতে পারিত। কিন্তু এমি ধনী মানী, ইংরাজী বিবি ও প্রভুকন্যা—চারু | দরিদ্র বাঙ্গালী ও সামান্য কৰ্ম্মচারী। তাহাদের মধ্যে ভ্রাতৃ ভাব, সৌহার্দ বা প্রণয় কিছুই সম্ভৱ নহে। স্বতরাং তঁহাদের সে অনুরাগ সামান্য অনুরাগ | মাত্র রহিল ।” - এস্থলে অনুরাগের ভাবটি কেমন হুক্ষ ভাবে প্রকটিত হইয়াছে। স্থলাস্তরে দেখুন কেমন চমৎকার দুইটি কুমুম |श्रृंक्रश आभश ३३ ७कशन उकूड न | अन्ड इहेबाइ: “হেলেনা ও শুকাঞ্চনের ন্যায় গেীরবর্ণ, “অন্যান্য ব্যক্তির ন্যায় এমি চার র্তাহার জ্যোত্তিতে যেন গৃহ আলোকিত