পাতা:রবীন্দ্র-রচনাবলী (ষোড়শ খণ্ড) - বিশ্বভারতী.pdf/২২৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

TarunnoBot (আলোচনা | অবদান)
Text from Google OCR
(কোনও পার্থক্য নেই)

১৬:০৫, ২৫ এপ্রিল ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিরকুমার-সভা २S» গান মনোমন্দিরসুন্দরী। স্থলদঞ্চলা চলচঞ্চল অয়ি মঞ্জুল মঞ্জরী। রোষারুণরাগরঞ্জিত গোপনহাস্য -কুটিল-আস্ত্যকপটকলহগঞ্জিত । সংকোচনত-অঙ্গিনী । চকিতচপল- নবকুরঙ্গ যৌবনবনরঙ্গিণী । অয়ি খলছলগুষ্ঠিতা । লুব্ধ-পবন -ক্ষুব্ধ লোভন মল্লিকা অবলুষ্ঠিতা। চুম্বনধনবঞ্চিনী । রুদ্ধ-কোরক- সঞ্চিত-মধুকঠিনকনককঞ্জিনী । কিন্তু আর নয় । এবারে মশায়রা বিদায় হোন । নীরবালা । কেন, এত অপমান কেন । দিদির কাছে তাড়া খেয়ে আমাদের উপরে বুঝি তার ঝাল ঝাড়তে হবে ? অক্ষয়। এরা দেখছি পবিত্র জেনানা আর রাখতে দিলে না । আরে দুরবৃত্তে, এখনই লোক আসবে। নৃপবালা । তার চেয়ে বলো-না দিদির চিঠিখানা শেষ করতে হবে । নীরবালা। ত, আমরা থাকলেমই বা, তুমি চিঠি লেখে-না, আমরা কি তোমার কলমের মুখ থেকে,কথা কেড়ে নেব না কি । অক্ষয়। তোমরা কাছাকাছি থাকলে মনটা এইখানেই মারা যায়, দূরে যিনি আছেন সে পর্যন্ত আর পৌছয় না । না, ঠাট্টা নয়, পালাও । এখনই লোক আসবে— ওই একটি বৈ দরজা খোলা নেই, তখন পালাবার পথ পাবে না । নৃপবালা । এই সন্ধেবেলায় কে তোমার কাছে আসবে। অক্ষয় । যাদের ধ্যান কর তারা নয় গো, তারা নয় । নীরবালা । যার ধ্যান করা যায় সে সকল সময় আসে না তুমি আজকাল সেটা