পাতা:কাশীদাসী মহাভারত.djvu/২২১: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Alangkrita (আলোচনা | অবদান)
→‎মুদ্রণ সংশোধন করা হয়নি: " দ্বিভুজাং শত্রুহন্তারং নানালঙ্কারভূষিতং। <small>দুর্..." দিয়ে পাতা �
(কোনও পার্থক্য নেই)

১৫:৩৯, ২৬ মার্চ ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিভুজাং শত্রুহন্তারং নানালঙ্কারভূষিতং।

     দুর্য্যোধনের বরবেশে দ্বারকায় গমন।
   দুর্য্যোধন দূত পাঠাইল ধর্ম্মস্থানে।
 সকলে আসিবা মম বিবাহ কারণে।।
 শুনিয়া ধর্ম্মের পুত্ত্র বিস্ময় অন্তর।
 সহদেবে ডাকি জিজ্ঞাসেন নরবর।।
 অনর্থের প্রায় কথা লয় মম মনে।
 কহ সহদেব ইথে হইবে কেমনে।।
 সহদেব বলেন শুনহ নরনাথ।
 সুভদ্রার বিবাহ হইল দিন সাত।।
 সত্যভামা বিবাহ দিলেন লুকাইয়া।
 হরির আজ্ঞায় বলরামে না কহিয়া।।
 রামের বাসনা ভদ্রা দিতে দুর্য্যোধনে।
 দুর্য্যোধন যাইতেছে রামের কারণে।।
 ইহার উচিত বিধি করিবা আপনি।
 তার হেতু চিন্তিত না হবে নৃপমণি।।
 যুধিষ্ঠির বলেন এ লজ্জার বিষয়।
 আমার যাইতে তথা উচিত না হয়।।
 না গেলে হইবে দুঃখী রাজা দুর্য্যোধন।
 আপনি সসৈন্যে ভীম করহ গমন।।
 পাইয়া রাজার আজ্ঞা বীর বৃকোদর।
 পাঁচ অক্ষৌহিণী দলে চলেন সত্বর।।
 আনন্দেতে দুর্য্যোধন বরবেশ ধরে।
 রত্নময় চতুর্দ্দোলে আরোহণ করে।।
 দুর্য্যোধন বেশ দেখি ভীমে হৈল ক্রোধ।
 ডাকিয়া বলিল তোমা সবাই অবোধ।।
 এথা হইতে দ্বারাবতী আছে দূরদেশে।
 এই স্থানে কি হেতু করিলা বরবেশ।।
 দুঃশাসন বলে কহ কি দোষ ইহাতে।
 দেখিতে না পার যদি আইস পশ্চাতে।।
 ভীম বলে ভাল মন্দ বুঝিবা হে শেষে।
 কোন্ কন্যা বিবাহেতে যাও বরবেশে।।
 তোমার নিকটে দূত পরশ্ব আইল।
 সুভদ্রা বিবাহ আজি সপ্তাহ হইল।।
 অকারণে সভামধ্যে গিয়া পাবে লাজ।
 তেঁই সে বলিনু বরবেশে নাহি কাজ।।
 পিছে কেন যাব আমি যাই তব আগে।
 এত বলি সসৈন্যে চলিল বীর বেগে।।
 বিস্মিত শকুনি কর্ণ দুর্য্যোধন শুনি।
 ভীষ্ম দ্রোণ বিদুর করেন কানাকানি।।
 দুঃশাসন বলে যে বলিল বৃকোদর।
 সত্য হেন লাগে প্রায় আমার অন্তর।।
 কে না জানে ভীমের যেমন বুদ্ধি খল।
 বরবেশে দেখি আত্মা হইল বিকল।।
 বাতুলের প্রায় বলে যা আইসে মুখে।
 চল শীঘ্র দেখিয়া ফাটয়ে যেন বুকে।।
 এত বিচারিয়া সবে করিল গমন।
 তিন দিন গেল পথ শতেক যোজন।।
 দুর্য্যোধন রাজা তবে করিয়া যুকতি।
 পত্র লিখি দূত পাঠাইল শীঘ্রগতি।।
 রোহিণী নক্ষত্র শেষ অক্ষয় তৃতীয়া।
 দ্বিতীয় প্রহর কল্য উত্তরিব গিয়া।।
 করহ কন্যার অধিবাস আজ রাতি।
 কালিরাত্রে বৈবাহিক শ্রেষ্ঠলগ্ন তিথি।।
 দূত দিয়া দিল পত্র মুষলীর হাতে।
 পত্র পড়ি বলরাম কহেন সভাতে।।
 করহ ভদ্রার গন্ধ অধিবাস আজি।
 নিকটে আইল রাজা দুর্য্যোধন সাজি।।
 মহাভারতের কথা অমৃত সমান।
 কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।।
        -----
  অর্জ্জুনের সুভদ্রা হরণ।
   বলভদ্রর আজ্ঞা পাইয়া নারীগণ।
 পিটালি হরিদ্রা লৈয়া কৈল উদ্বর্ত্তন।।
 তৈল আমলকী গন্ধ মাখিল কুন্তলে।
 স্নান করিবারে গেল সরস্বতী কূলে।।
 কৃষ্ণের ইঙ্গিত পেয়ে দেবী সত্যবতী।
 ভদ্রা লৈয়া গেল সহ অনেক যুবতী।।
 অর্জ্জুনেরে ডাকিয়া বলেন নারায়ণ।
 অর্জ্জুন শুনিলে কি আইল দুর্য্যোধন।।
 আজি অধিবাস আজ্ঞা দিল হলপাণি।
 সরস্বতী-কূলে গেল সুভদ্রা ভগিনী।।