বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
+
Alangkrita (আলোচনা | অবদান)
→‎মহাভারত: নতুন অনুচ্ছেদ
২৬৩ নং লাইন:
ইংরেজি উইকিসোর্সে কাজ করতে গিয়ে তিন জন অনুবাদকের লেখকপাতায় জন্ম/মৃত্যু সাল দিতে পারছি না, তথ্য না পাওয়ায়। প্রথম দুজন শ্রীকান্ত-অনুবাদক [[:en:Author:Kshitish Chandra Sen]] এবং চন্দ্রশেখর-অনুবাদক [[:en:Author:Manmatha Nath Ray Chowdhury]]। আমার ও বিলিংহার্স্টের গবেষণালব্ধ তথ্যগুলি সংশ্লিষ্ট আলাপ-পাতায় আছে। তৃতীয় জন [[:en:Kapalkundala (Ghose)]]-এর অনুবাদক দেবেন্দ্রনাথ ঘোষ। এই নামে একজন বিপ্লবী ছিলেন, বিবরণ [http://www.voiceofbarisal.com/11494.aspx এই পাতায়] আছে। দুজন একই কিনা বুঝতে পারছি না, বোধহয় নয়। বাংলার বাইরে থাকায় আমার ইন্টারনেটের বাইরে গবেষণার ক্ষমতা সীমাবদ্ধ। আপনি কি সাহায্য করতে পারেন? অগ্রিম ধন্যবাদ-সহ, [[User:Hrishikes|Hrishikes]] ([[User talk:Hrishikes|আলাপ]]) ১৫:৪৩, ১ মার্চ ২০১৫ (ইউটিসি)
:আমার কাছে থাকা সংসদ বাংলা চরিতাবিধান, ভারতকোষ দুইটিতেই নেই। অন্য জায়গায় ও দেখার চেষ্টা করছি। [[User:Jayantanth|Jayantanth]] ([[User talk:Jayantanth|আলাপ]]) ০৩:৩৮, ৩ মার্চ ২০১৫ (ইউটিসি)
 
== মহাভারত ==
 
প্রিয় জয়ন্তদা, আশা করি সকল কুশল। মহাভারতের সঙ্কলনের ব্যাপারে আবার আপনাকে বিরক্ত করতে বাধ্য হচ্ছি। দয়া করে সম্ভব হলে অন্য কোন মহাভারত আপলোড করে দেবেন। এই বইটির সূচীপত্রে যেমন আদিপর্বের পরে বনপর্ব্ব শুরু হয়েছে, আখ্যান অংশেও আদি পর্ব্বের পর বনপর্ব্ব শুরু হয়ে গেছে। সভা পর্ব্ব নেই। আমার কাছে কাশীদাসী মহাভারতের অন্য সঙ্কলন আছে, কিন্তু আপলোড করার মতো ব্যবস্থা নেই। বইটি সম্পুর্ন করার আশা নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
অলংকৃতা ০৭:০২, ১ এপ্রিল ২০১৫ (ইউটিসি)