বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mukerjee (আলোচনা | অবদান)
Faisal Hasan (আলোচনা | অবদান)
১৬৪ নং লাইন:
 
বেলায়েত-ভাই: en.wikisource-এ {{wp context }} বলে একটা template আছে to indicate the source যেখান থেকে পাতাটি সংগৃহীত হয়েছে। এরকম কিছু কি bn.wikisource এ আছে বা করা যায়? আমি তো আপাতত পাতার নীচে ছোট হরফে source এবং পাঠান্তর জানাচ্ছি তবে এগুলো একটু formalize করতে পারলে ভাল হয়... ‍‍‍‍[[ব্যবহারকারী:Mukerjee|Mukerjee]] ০৮:০৯, ২৩ অক্টোবর ২০০৯ (UTC)
 
== ফনিটিক কি-বোর্ড ও অন্যান্য ==
 
*আমি সাধারণত ফনিটিক কি-বোর্ডে লিখে থাকি, এতদিন কোন সমস্যা হয় নাই, কিন্তু এখন একটা ঝালেমা হচ্ছে - অভ্র দিয়ে কোন ব্যঞ্জনবর্ণের নিচে হসন্ত দিলে তা পরবর্তী ব্যঞ্জনবর্ণের সাথে মিলে যুক্ত বর্ণ হয়ে যায়, ফলে লেখকের মূল পান্ডুলিপি অনুসরণ করা যাচ্ছে না। এর কি কোন সমাধান আছে (ফনিটিকে)?
*আরেকটা ঝামেলা হল 'ৎ' এর ওপর রেফ দেয়া। ফনিটিকে দিলে এমন 'র্ৎ' হয়ে যাচ্ছে - সমাধান কী?
*প্রধান পাতা"য় সাম্প্রতিক সংযোজন" অংশটা কী আপডেট করা যায়?
*"উল্লেখযোগ্য বাঙালি সাহিত্যিক" অংশটা একটু এলোমেলো। এই অংশটা দেখা দরকার। এছাড়াও ওখানে এমন কিছু সাহিত্যিকের নাম আছে যাদের কাজ এখনো পাবলিক ডোমেইনে আসে নাই এবং এমন অনেকের নাম নাই যাদের লেখা উইকিসোর্সে আছে। যাদের লেখা বর্তমানে উইকিসোর্সে আছে তাদের নাম তালিকার ওপরে আনা যায় না? উদাহরণ হিসাবে বলা যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, লালন, উপেন্দ্রকিশোর, সুকুমার এদের নাম তালিকাতে জায়গা পেতে পারে।
--[[ব্যবহারকারী:Faisal Hasan|Faisal Hasan]] ০৯:৩৫, ২৫ অক্টোবর ২০০৯ (UTC)