উইকিসংকলন:অনুবাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sujay25 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১৩ নং লাইন:
বাংলায় করা অনুবাদ সাধারণত এই বাংলা উইকিসংকলনে দেওয়া যেতে পারে৷ এগুলি "প্রকাশিত" অনুবাদ হতে পারে, আবার অন্য ভাষায় প্রকাশিত রচনার উইকিসংকলন সম্পাদকদের করা "মৌলিক" অনুবাদও হতে পারে৷ দুই ধরণের অনুবাদই নিচে আলাদাভাবে আলোচিত হল৷
 
প্রকাশিত রচনা (পাবলিক ডোমেন বা মুক্ত লাইসেন্স-প্রাপ্ত) বাইরের কোন অনুবাদক ও প্রকাশক সৃষ্টি করেছেন এবং মুক্ত করে দিয়েছেন (অথবা তা আইন-অনুসারে মুক্ত হয়ে গেছে)৷ এইগুলি দিয়ে উইকিসংকলনে সমালোচকবিদ্বদ্জন-শংসিতপর্যালোচিত ও সম্পাদিত বিষয়বস্তু এবং যাচাইযোগ্য বঙ্গানুবাদ যোগ করা যেতে পারে৷
 
মুক্ত অনুবাদের অনুপস্থিতিতে মৌলিক অনুবাদ (সর্বদাই প্রকল্পের [[wmf:Terms of Use|ব্যবহার নীতি]] অনুযায়ী মুক্ত লাইসেন্স-প্রাপ্ত) সেই প্রয়োজন মেটাতে পারে৷ যখন কোন বাংলা অনুবাদ আদৌ নেই, বা থাকলেও মুক্ত নেই বা মুক্ত বলে জানা নেই, অথবা যে সব সংস্করণ পাওয়া যায় সবেতেই কিছু না কিছু খামতি আছে, তখনই মৌলিক অনুবাদের প্রয়োজন দেখা দেয়৷