গীতাঞ্জলি/২০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mukerjee (আলোচনা | অবদান)
নতুন পাতা: {{BnHeader |title=গীতাঞ্জলি ১৯ |section ='''আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল''' |previous = [[আজি শ্র...
(কোনও পার্থক্য নেই)

২০:১১, ২৫ অক্টোবর ২০০৯ তারিখে সংশোধিত সংস্করণ

টেমপ্লেট:BnHeader

১৯


আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল,
   গেল রে দিন বয়ে ।
বাঁধনহারা বৃষ্টিধারা
   ঝরেছে রয়ে রয়ে ।
      একলা বসে ঘরের কোণে
      কী ভাবি যে আপন-মনে,
      সজল হাওয়া যূথীর বনে
             কী কথা যায় কয়ে ।
      বাঁধনহারা বৃষ্টিধারা
             ঝরছে রয়ে রয়ে ।

হৃদয়ে আজ ঢেউ দিয়েছে,
   খুঁজে না পাই কূল ;
সৌরভে প্রাণ কাঁদিয়ে তুলে
   ভিজে বনের ফুল ।
      আঁধার রাতে প্রহরগুলি
      কোন্ সুরে আজ ভরিয়ে তুলি,
      কোন্ ভুলে আজ সকল ভুলি
             আছি আকুল হয়ে ।
      বাঁধনহারা বৃষ্টিধারা
             ঝরছে রয়ে রয়ে ।

রচনাকাল: শিলাইদহ আষাঢ় ১৩১৬
রবীন্দ্র রচনাবলী (বিশ্বভারতী ১৩৮৯) খণ্ড ১১, পৃ ১৯ থেকে সংগৃহীত ।