গীতবিতান/পূজা/৩০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ikfaisal (আলোচনা | অবদান)
{{BnHeader |title=গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে। |section = |previous =আম... দিয়ে তৈরি পাতা
(কোনও পার্থক্য নেই)

১৪:৪৯, ২৪ ডিসেম্বর ২০০৯ তারিখে সংশোধিত সংস্করণ

টেমপ্লেট:BnHeader


গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে।
      দাও আমারে সোনার-বরন সুরের ধারা ঢেলে ॥
যে সুর গোপন গুহা হতে ছুটে আসে আকুল স্রোতে,
      কান্নাসাগর-পানে যে যায় বুকের পাথর ঠেলে ॥
      যে সুর উষার বাণী বয়ে আকাশে যায় ভেসে,
      রাতের কোলে যায় গো চলে সোনার হাসি হেসে।
যে সুর চাঁপার পেয়ালা ভ'রে দেয় আপনায় উজাড় ক'রে,
      যায় চলে যায় চৈত্রদিনের মধুর খেলা খেলে ॥