পাতা:আনন্দ রহো.djvu/৫৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Sujay25 (আলোচনা | অবদান)
→‎মুদ্রণ সংশোধন করা হয়নি: "মার-কৌতুহল বৃদ্ধি হলে কেম ? * লহ–আমি এতদিন মনের আগুন মনে লু..." দিয়ে পাতা �
(কোনও পার্থক্য নেই)

০৬:৪২, ৯ নভেম্বর ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার-কৌতুহল বৃদ্ধি হলে কেম ? * লহ–আমি এতদিন মনের আগুন মনে লুকিয়ে রেখেছিলুম। তুমি ভৃত্য, তোমায় কিরূপে বিবাহ কবি, বিবাহে পিতা সন্মত হবেন কিনা, তোমার অবস্থা ভাল নয় এই নিমিত্ত প্রাণ ভস্ম হয়েছে, তথাপি আগুন প্রকাশ করিনি । তাজ তার সকলি বিপরীত, আমি স্বাধীন, আকবারসহ আমার ইচ্ছাধীন, তুমি রাজার তুল্য ব্যক্তি ; তবে কেন বৃথা ক্লেশ করি, তুমি তে। আমার সকল কথাই শুনতে, আজ শুনচোন কেন ? নারা—লহন। সে প্রাণ অার নাই | অথব কেনই বা তোমার কথা শুনতেম তাও বলতে পারিনি ; লহনা, স্বয়ং প্রতারিত হয়েও ; আমায় যদি ভাল বাসতে তাহলে, যে দিন সেলিমের ঘরে যাও, বন থেকে তোমার জন্য যত্ন করে ফুলটা তুলে এনেছিলেম, সে ফুল তুমি অযত্ন করে বলতেন, যে “তুই চাকর, অামার হাতে ফুল দিস । লহ-না জেনে অপরাধ করেছি, মার্জন কর । নার—তখনি মার্জন করেছি, কিন্তু তুমি আযীয় ভাল বাসন তাও জেনেছি । লহন ! তোমার মুখ চেয়েই আমি গুৰুবৈরী নিধন করি নাই, প্রতিফল—সঙ্গে তরবারি থাকতে রজপুতকে একজন রমণী কারা মুক্তি করতে এলে । তুমি বৃথা ক্লেশ পাবে আমি তোমার সঙ্গে যাবোন । লহ—না গেলে কি হবে তা জান । নারী—বিশেষ ক্ষতি কি হবে, জানিনি । লহ-কারাগারে অনীহারে মৃত্যু হবে ; জন, আকবরসহ আমার প্রণয়াকাঙক্ষী । নারা—তোমার প্রণয়াকাঙক্ষী আকবরসহ হম বা সেলিম ছন ব{ অপর কোন মহৎ ব্যক্তি হন, আমি জানতে ইচ্ছুক নই।