গীতবিতান/পূজা/৬৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Ikfaisal (আলোচনা | অবদান)
{{BnHeader |title=আমি কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় জুড়ালো |sectio... দিয়ে তৈরি পাতা
(কোনও পার্থক্য নেই)

১৬:০৬, ২৪ ডিসেম্বর ২০০৯ তারিখে সংশোধিত সংস্করণ

টেমপ্লেট:BnHeader


আমি কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় জুড়ালো--
                   আমার জুড়ালো হৃদয় প্রভাতে।
আমি কেমন করিয়া জানাব আমার পরান কী নিধি কুড়ালো--
                   ডুবিয়া নিবিড় গভীর শোভাতে ॥
আজ গিয়েছি সবার মাঝারে, সেথায় দেখেছি আলোক-আসনে--
                   দেখেছি আমার হৃদয়রাজারে।
আমি দুয়েকটি কথা কয়েছি তা সনে সে নীরব সভা-মাঝারে--
                   দেখেছি চিরজনমের রাজারে ॥
এই বাতাস আমারে হৃদয়ে লয়েছে, আলোক আমার তনুতে
                   কেমনে মিলে গেছে মোর তনুতে--
তাই এ গগন-ভরা প্রভাত পশিল আমার অণুতে অণুতে।
আজ ত্রিভুবন-জোড়া কাহার বক্ষে দেহ মন মোর ফুরালো--
                   যেন রে নিঃশেষে আজি ফুরালো।
আজ যেখানে যা হেরি সকলেরই মাঝে জুড়ালো জীবন জুড়ালো--
                   আমার আদি ও অন্ত জুড়ালো ॥