পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/৬৬: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়নি
+
মুদ্রণ সংশোধন করা হয়েছে
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
ভগ্ন পেয়ো নী
{{block center|<poem>'''ভয় পেয়ো না'''

ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমার আমি মারব না— সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না। মনটা আমার বন্ড নরম, হাড়ে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই! মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেরেছ কতই না— জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গ’তোই না? এস এস গতে এস, বাস ক'রে যাও চারটি দিন, আদর করে শিকেয় তুলে রাখব তোমায় রারিদিন। হাতে আমার মগর আছে তাই কি হেথায় থাকবে না? মগের আমার হালকা এমন মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শনছ না যে? ধরব নাকি ঠ্যাং দটো? বসলে তোমার মন্দু চেপে বাকবে তখন কাণ্ডটা! আমি আছি, গিন্নী আছেন, আছেন আমার নয় ছেলে— সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে।
ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না—
সত্যি বলছি কুস্তি ক’রে তোমার সঙ্গে পারব না।
মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই,
তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্যি নেই!
মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না—
জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গুঁতোই না?
এস এস গর্তে এস, বাস করে যাও চারটি দিন,
আদর ক’রে শিকেয় তুলে রাখব তোমায় রাত্রিদিন।
হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না?
মুগুর আমার হাল্‌কা এমন মারলে তোমায় লাগবে না।
অভয় দিচ্ছি, শুনছ না যে? ধরব নাকি ঠ্যাং দুটা?
বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কান্ডটা!
আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার নয় ছেলে—
সবাই মিলে কাম্‌ড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে।


{{c|[[চিত্র:সুকুমার রায় রচনাবলী-প্রথম খন্ড ৬৬.png|400px]]}}
{{c|[[চিত্র:সুকুমার রায় রচনাবলী-প্রথম খন্ড ৬৬.png|400px]]}}
{{nop}}