গীতাঞ্জলি/৭: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mukerjee (আলোচনা | অবদান)
{{BnHeader |title=গীতাঞ্জলি ৭ |section ='''তুমি নব নব রূপে এসো প্রাণে''' |previous = [[... দিয়ে তৈরি পাতা
(কোনও পার্থক্য নেই)

১৫:৫০, ১ ফেব্রুয়ারি ২০১০ তারিখে সংশোধিত সংস্করণ

টেমপ্লেট:BnHeader

তুমি নব নব রূপে এসো প্রাণে ।
এসো গন্ধে বরনে , এসো গানে ।
                  এসো অঙ্গে পুলকময় পরশে ,
                  এসো চিত্তে অমৃতময় হরষে ,
                  এসো মুগ্ধ মুদিত দু নয়ানে ।
                  তুমি নব নব রূপে এসো প্রাণে ।
 
এসো নির্মল উজ্জ্বল কান্ত ,
এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত ,
এসো এসো হে বিচিত্র বিধানে ।
                  এসো দুঃখে সুখে , এসো মর্মে ,
                  এসো নিত্য নিত্য সব কর্মে ;
                  এসো সকল-কর্ম-অবসানে ।
                  তুমি নব নব রূপে এসো প্রাণে ।

http://www.rabindra-rachanabali.nltr.org/node/11761 থেকে সংগৃহীত ।