লেখক:রূপচাঁদ পক্ষী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
সাল বাংলাকরণ
আফতাব বট (আলোচনা | অবদান)
প্রতিস্থাপন
১ নং লাইন:
{{লেখক
|firstnameপ্রথম_নাম = রূপচাঁদ
|lastnameশেষ_নাম = পক্ষী
|প্রথম_আদ্যক্ষর = র
|first_initial = র
|birthyearজন্মের_বছর = ১৮১৫
|deathyearমৃত্যুর_বছর = ১৮৯০
|descriptionবিবরণ = পিতা— গৌরহরি দাস মহাপাত্র। আদি নিবাস ওড়িশা। তিনি পিতার কমপথল কলিকাতায় বসবাস করতেন। সঙ্গীত-রচয়িতা রপেচাঁদের শাস্যরসাত্মক সঙ্গীত এবং ব্যঙ্গ-বিদ্রপাত্মক সঙ্গীত সমান মনোহর ছিল। রচিত সমস্ত সঙ্গীতই পক্ষী বা খগরাজ্য প্রভৃতি ভণিতাযুক্ত। সমসাময়িক ঘটনা নিয়ে তিনি অনেক গান বেধেছিলেন । আগমনী, বিজয়াগান, বাউল, দেহতত্ত্ব গান এবং টপা গান রচনাতেও তিনি সমান দক্ষ ছিলেন। কলিকাতায় নাচ-গানের আসরে সকণ্ঠ গায়ক হিসাবে তাঁর যথেস্ট খ্যাতি ছিল । তাঁর অনেক গান বাংলা ও ইংরেজী শব্দে মিশ্রিত । তাঁর কবির দলের সঙ্গীরা নানা প্রকার পাখীর সবর অনুকরণে নিজ নিজ নাম গ্রহণ করেন। এজন্য তাঁর দলকে পক্ষীর দল বলা হত। বাগবাজারের ধনী শিবকৃষ্ণ মখোপাধ্যায় এই দলের পঠেপোষকতা করতেন। ফলে এই দলের সদস্যগণ নিছকমা গঞ্জিকাসেবীতে পরিণত হয়।লোককবি ও সংগীতস্রষ্টা আসল নাম রূপচাঁদ দাস তিনি উনবিংশ শতকের এক প্রসিদ্ধ সংগীতরচয়িতা ছিলেন তাঁর পূর্বপুরুষদের নিবাস ওড়িশার চিলকা হ্রদের কাছে মহারাজ ইন্দ্রদ্যুম্নের বংশেকোনো উত্তরাধিকারী না থাকায়, গৌড়েশ্বর ষড়ঙ্গদেব সেই সিংহাসনে বসেন রূপচাঁদের পিতামহ হরেকৃষ্ণ দাস সেই গৌড়েশ্বর ষড়ঙ্গদেবের বংশোদ্ভূত হরেকৃষ্ণ দাসের পুত্র গৌরহরি দাস মহাপাত্র গৌরহরি, রাজা হরিহর ভক্তের আমমোক্তারি চাকরি করতেন সেই কারণে তাঁকে কলকাতায় বসবাস করতে হতো এই গৌরহরিই রূপচাঁদ পক্ষীর পিতা ছোটবেলা থেকেই তাঁর সঙ্গীতে বিশেষ অনুরাগ ছিল তিনি সকল প্রকার সংগীত রচনায় সুনিপুণ ছিলেন আগমণী, বিজয়া প্রভৃতি ধর্মসংগীত, টপ্পাগান এবং সমকালীন ঘটনা নিয়ে গান, প্রতিটি ক্ষেত্রেই তিনি ক্ষমতার পরিচয় দিয়েছেন রেল, গঙ্গার পোল, বিধবা বিবাহ, কন্যাদায় সব সাম্প্রতিক ঘটনাবলীই তাঁর গানে অন্তর্ভুক্ত করেছিলেন কোনোরূপ আশ্চর্য ঘটনা বা হুজুগ উঠলেই তিনি সে বিষয়ে গান রচনা করতেন ব্যাঙ্গ- বিদ্রুপাত্মক রচনাতেও তিনি সিদ্ধহস্ত ছিলেন তাঁর রচিত সব গানেই "পক্ষী" অথবা "খগরাজ" ভণিতা রয়েছে | তাঁর গানে তিনি বেশ কিছু ইংরেজী শব্দেরও ব্যাবহার করেছিলেন কলকাতায় তাঁর সঙ্গী সাথীদে নিয়ে "পক্ষীদল" নামে একটি দল গড়েন দুর্গাদাস লাহিড়ি লিখেছেন যে ..."রূপচাঁদ বড়োই আমোদপ্রিয় ও রসিক পুরুষ ছিলেন পক্ষী উপাধিধারী বলিয়া তাঁহার গাড়িখানি কতকটা খাঁচার আকারের মত ছিল তিনি সেই গাড়ি চড়িয়া কলকাতার বড়ো বড়ো লোকের বাড়ি গিয়া উপস্থিত হইতেন ..... তাঁহার রচিত গান গাহিয়া অনেক ভিখারিকে আমরা ভিক্ষা করিতে দেখিয়াছি"
}}