পাতা:চিত্রবিচিত্র-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

→‎মুদ্রণ সংশোধন করা হয়নি: ")● চিত্ৰবিচিত্র ডিঙি চড়ে আসে চাৰী কেটে লয় ধান, বেলা গে..." দিয়ে পাতা
(কোনও পার্থক্য নেই)

২০:৩৮, ২৩ জানুয়ারি ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)● চিত্ৰবিচিত্র ডিঙি চড়ে আসে চাৰী কেটে লয় ধান, বেলা গেলে গায়ে ফেরে গেয়ে সারিগান । মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, বাশে বাধা জাল নিয়ে মাছ ধরে জেলে ৷ মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়, ঘন শেওলার দল জলে ভেসে যায় ।