পাতা:সুকুমার রায় রচনাবলী-প্রথম খণ্ড.djvu/৬৪: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

সম্পাদনা সারাংশ নেই
Kaushik sur (আলোচনা | অবদান)
পাতার অবস্থাপাতার অবস্থা
-
মুদ্রণ সংশোধন করা হয়েছে
+
বৈধকরণ
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
৪ নং লাইন: ৪ নং লাইন:
আরে আরে জগমোহন—এস ,এস,এস—
আরে আরে জগমোহন—এস ,এস,এস—
বল্‌তে পার কোথায় থাকে আদ্যানাথের মেসো?
বল্‌তে পার কোথায় থাকে আদ্যানাথের মেসো?
আদ্যানাথের নাম শোননি? খগেনকে তো চেনো?
আদ্যানাথের নাম শোন নি? খগেনকে তো চেনো?
শ্যাম বাগ্‌চি খগেনেরই মামাশ্বশুর জেনো।
শ্যাম বাগ্‌চি খগেনেরই মামাশ্বশুর জেনো।
শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওলা—
শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওলা—
(কি যেন নাম ভুলে গেছি), তারই মামার শালা;
(কি যেন নাম ভুলে গেছি), তারই মামার শালা;
তারই পিসের খুড়তুতো ভাই আদ্যনাথের মেসো,
তারই পিসের খুড়তুতো ভাই আদ্যানাথের মেসো,
লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো।
লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো।
ঠিকানা চাও? বলছি শোন; আমড়াতলার মোড়ে
ঠিকানা চাও? বলছি শোন; আমড়াতলার মোড়ে,
তিন-মুখো তিন রাস্তা গেছে, তারি একটা ধ’রে,
তিন-মুখো তিন রাস্তা গেছে, তারি একটা ধ’রে
চল্‌বে সিধে নাক বরাবর, ডানদিকে চোখ রেখে,
চল্‌বে সিধে নাকবরাবর, ডানদিকে চোখ রেখে,
চল্‌তে চল্‌তে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে।
চল্‌তে চল্‌তে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে।
দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়াছে কত,
দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত,
তারি ভিতর ঘুরবে খানিক গোলকধাঁধাঁর মত।
তারি ভিতর ঘুরবে খানিক গোলকধাঁধার মতো।
তার পরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ,
তার পরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে,
ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে।
ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে।
তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে,
তবেই আবার পড়বে এসে আমড়াতলার মোড়ে,
৩৫ নং লাইন: ৩৫ নং লাইন:
“বাগানের এক উড়ে মালী”—
“বাগানের এক উড়ে মালী”—
“মালী নয়তো! মেহের আলি”—
“মালী নয়তো! মেহের আলি”—
“মনের সাধে গাইছে বেহাগ,
“মনের সাধে গাইছে বেহাগ,"
“বেহাগ তো নয়? বসন্ত রাগ।”</poem><noinclude>{{TwoColumns}}</noinclude>
“বেহাগ তো নয়! বসন্ত রাগ।”</poem><noinclude>{{TwoColumns}}</noinclude>
<poem>“থও না বাপু ঘ্যাঁচা ঘেঁচি“—
<poem>“থও না বাপু ঘ্যাঁচা ঘেঁচি”—
“আচ্ছা বল, চুপ করেছি।”
“আচ্ছা বল, চুপ করেছি।”
“এমন সময় বিছানা ছেড়ে
“এমন সময় বিছ্না ছেড়ে,
হঠাৎ মামা আস্‌ল তেড়ে,
হঠাৎ মামা আস্‌ল তেড়ে,
ধর্‌ল সে তার ঝুঁটির গোড়া—“
ধর্‌ল সে তার ঝুঁটির গোড়া—“
৪৬ নং লাইন: ৪৬ নং লাইন:
লক্ষ্মীছাড়া মুখ্যু ঢেঁকি!
লক্ষ্মীছাড়া মুখ্যু ঢেঁকি!
ধর্‌ব ঠেসে টুঁটির ’পরে,
ধর্‌ব ঠেসে টুঁটির ’পরে,
পিটব তোমার মুন্ডু ধ’রে—
পিটব তোমার মুণ্ডু ধ’রে—
কথার উপর কেবল কথা,
কথার উপর কেবল কথা,
এখন বাপু পালাও কোথা?”</poem><noinclude></div></div></noinclude><section end="B64" />
এখন বাপু পালাও কোথা?”</poem><noinclude></div></div></noinclude><section end="B64" />