পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৬২: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

Alangkrita (আলোচনা | অবদান)
→‎মুদ্রণ সংশোধন করা হয়নি: হৃদয়ের তারাগুলি একে একে অন্ধকারে যেতেছে নিবিয়... দিয়ে তৈরি
 
+
পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):পাতার প্রধান অংশ (পরিলিখিত হবে):
১ নং লাইন: ১ নং লাইন:
{{center|<poem>অক্ষয়কুমার বড়াল-গ্রন্থাবলী
হৃদয়ের তারাগুলি একে একে অন্ধকারে
হাদয়ের তারাগুলি। একে একে অন্ধকারে
যেতেছে নিবিয়া;
যেতেছে নিবিয়া ;
সারা নিশি আছে জেগে'-- নয়নে পলক নাই,
সারা নিশি আছে জেগে’—নয়নে পলক নাই,
জলে আঁখি গিয়াছে ডুবিয়া--
জলে আখি গিয়াছে ভূবিয়া
তবু নয়নের সাধ মেটে নাই, হায়,
তবু নয়নের সাধ মেটে নাই, হায়,
কেমন করিয়া তমে যায়!
কেমন করিয়া তবে যায়।

বুক-ভাঙ্গা--প্রাণ ভাঙ্গা এ সাধের এক কণা
বুক-ভাঙ্গা—প্ৰাণ-ভাঙ্গা এ সাধের এক কণা
পারিল না দেখাতে তাহায়--
পারিল না দেখাতে তাহায়,
শত অভিশাপ বিধাতায়!
শত অভিশাপ বিধাতায়।
চাহিয়া রয়েছে শুকতারা।

রজনীর হৃদয় উপর
চাহিয়া র'য়েছে শুকতারা
পরাণটা আছে যেন আঁকা
রজনীর হৃদয় উপর--
তৃষা-মাখা আঁখির ভিতর।
পরাণ্টী আছে যেন আঁকা
নিস্তব্ধতা বসি’ এক পাশে
তৃষা-মাখা আঁখির ভিতর!
ব্যজন করিছে একা এক

এক কণা অঞ নাই চোখে,
নিস্তব্ধতা বসি' এক পাশে
মুখে নাই একটীও রেখা।
ব্যাজন করিছে একা একা--
দূরে দূরে দিগঙ্গনাগণ,
এক কণা অশ্রু নাই চোখে,
দেব-পুতলী মতন,
মুখে নাই একটীও রেখা!
নাসায় নাহিক শ্বাস, স্বলিত অঞ্চল-বাস,

স্তম্ভিত নয়ন ।
দূরে দূরে দিগঙ্গনাগন,
স্বপ্ন আর সহিতে না পারে
দেব-শিল্প পুতলী মতন,
ছটা কর চাপি’ বুকে ছুটে যায়—নিজ যেথা
নাসায় নাহিক শ্বাস স্খলিত অঞ্চল-বাস,
কাদিছে বসিয়া এক ধারে ।
স্তম্ভিত নয়ন।
ছ’ জনে জড়ায়ে হু’ জনারে।

শব-শূণ্ঠ কি ভাষায় কাদে হাহাকারে।
স্বপ্ন আর সহিতে না পারে!
</poem>}}
দুটী কর চাপি' বুকে ছুটে যায়--নিদ্রা যেথা
কাঁদিছে বসিয়া এক ধারে।
দু'জনে জড়ায়ে দু'জনারে
শব্দ-শূণ্য কি ভাষায় কাঁদে হাহাকারে!