পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১০: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

→‎মুদ্রণ সংশোধন করা হয়নি: "মধুসন্ধারী SR তল্লাস করেছিমু, হেথাকার বৃক্ষের চারি দিকে..." দিয়ে পাতা
(কোনও পার্থক্য নেই)

১৮:২৮, ৩০ জানুয়ারি ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধুসন্ধারী SR তল্লাস করেছিমু, হেথাকার বৃক্ষের চারি দিকে লক্ষণ মধু দুর্ভিক্ষের । মৌমাছি বলবান পাহাড়ের ঠাণ্ডার, সেখানেও সম্প্রতি ক্ষীণ মধুভাণ্ডার— হেন দুঃসংবাদ পাওয়া গেছে চিঠিতে । এ বছর বৃথা যাবে মধুলোভ মিটিতে । তবু কাল মধু-লাগি করেছিমু দরবার, আজ ভাবি অর্থ কি আছে দাবি করবার । মৌচাক-রচনায় সুনিপুণ যাহার তুমি শুধু ভেদ কর তাহদের পাহারা। মৌমাছি কৃপণতা করে যদি গোড়াতেই, জাস্তি না মেলে তবু খুশি রব থোড়াতেই। তাও কভু সম্ভব না হয় যদিস্তাৎ তা হলে তো অবশেষে শুধু গুড় দদ্যাৎ । অনুরোধ না মিটুক মনে নাহি ক্ষোভ নিয়ে, দুর্লভ হলে মধু গুড় হয় লোভনীয়। মধুতে যা ভিটামিন কম বটে গুড়ে তা, পূরণ করিয়া লব টমেটােয় জুড়ে তা । এইভাবে করা ভালো সন্তোষ-আশ্ৰয়— কোনো অভাবেই কভু তার নাহি নাশ রয় ॥