সাহায্য:উইকিসংকলনে নতুনদের জন্য নির্দেশিকা

উইকিসংকলনে নতুনদের জন্য নির্দেশিকা
নতুন ব্যবহারকারীদের লক্ষ্যে সংযুক্ত ধারাবাহিক সাহায্য পাতার নির্দেশনা ও সুচীপত্র।
কি ভাবে মূদ্রণ সংশোধন বা প্রুফরিড করবেন? (ইউটিউবেও দেখুন)

নতুনদের নির্দেশিকা ধারাবাহিক সাহায্য পাতাটি উইকিসোর্স-এ একেবারেই নতুন ও অনভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য নির্দেশিকা। উদ্দেশ্য ব্যবহারকারীদের উইকিসোর্স ব্যবহারের সাধারণ ধারণা দেওয়া। এই পাতায় রয়েছে:

  1. সন্নিহিত চিত্র ও নকশা যুক্ত করে সহজ ভাষায় বিষয় সম্পর্কিত প্রাথমিক ধারণা,
  2. বৃহৎপরিসরে নির্দিষ্ট বিষয়ের ব্যাখ্যা করার জন্য পরবর্তী সাহায্য বা নিয়মাবলী পাতা সংযুক্তি যুক্ত।


 
পঠন

উইকিসংকলনের মূল লক্ষ্যই হচ্ছে পাঠ। উইকিসংকলনের মাধ্যমে এই প্রাথমিক নির্দেশনাটি আপনাকে দেখাবে কিভাবে আপনার পাঠ্য কাজের অভিজ্ঞতাকে আরো উন্নত করবেন।

  • পরিভ্রমন
    উইকিসংকলন পাঠাগারে কিভাবে আপনার চারপাশের পথ খুঁজবেন।
  • বিশ্বাসযোগ্যতা  
    কিভাবে নিরীক্ষা করবেন আপনার পঠিত বিষয়টি একটি বিশ্বস্ত অনুলিপি


সম্পাদনা সম্পাদনা

 
লিখন

উইকিসংকলন পাঠাগার তৈরী হয় সম্পাদনায়। নতুনদের নির্দেশিকার এই অংশ আপনাকে দেখাবে, উইকিসংকলনে আপনার অবদান কিভাবে অন্যদের পাঠে সহায়ক হয়।

টীকা: উইকিসংকলনের উৎস ও নির্ঘন্ট পাতা সরঞ্জাম তৈরী করতে আপনি যদি সন্দেহগ্রস্থ হন, তাহলে পূর্বে তৈরীকৃত কাজের মুদ্রণ সংশোধনে চলে যেতে পারেন, যেমন এ মাসের মুদ্রণ সংশোধন

  • লেখা যুক্ত করা
    লেখা যুক্তকরণ বিষয়ক ধাপগুলোর সংক্ষিপ্ত বিবরণ
  • উৎস
    উইকিসংকলনে কিভাবে একটি বই মুদ্রণ সংশোধনের জন্য যুক্ত করবেন।
  • লেখস্বত্ত্ব
    একটি বই লেখস্বত্ত্ব মুক্ত কি না কিভাবে নিরীক্ষা করবেন
  • নির্ঘন্ট পাতা
    নির্ঘন্ট পাতা কিভাবে কাজ করে।
  • মুদ্রণ সংশোধন
    উইকিসংকলনের জন্য কিভাবে একটি পাতার মুদ্রণ সংশোধন করবেন।
  • বর্ণ সক্রান্ত
    কিভাবে একটি পাতার রচনাশৈলী করবেন
  • বৈধকরণ
    কিভাবে মুদ্রণ সংশোধন নিরীক্ষা ও সমাপ্ত করবেন।
  • পরিলেখন
    কিভাবে একটি বইকে প্রধান নামস্থানে সংযুক্ত করবেন।
  • সমাপ্তি স্পর্শ
    চূড়ান্ত কাজ, সমাপ্তিকরণ।


রক্ষণাবেক্ষন সম্পাদনা

 
রক্ষণাবেক্ষন

উইকিসংকলনের কাজকে সক্রিয় ও যথাসম্ভব ভাল অবস্থায় রাখতে সবসময় এর রক্ষণাবেক্ষন প্রয়োজন। কিভাবে প্রকল্পটি রক্ষণাবেক্ষন করবেন নতুনদের নির্দেশিকার এই অংশে তার আলোকপাত করবে।

  • রক্ষণাবেক্ষন  
    বিষয়বস্তু যাকে কার্যকর রাখা প্রয়োজন এবং কিভাবে করবে।
  • অপসারণ  
    কেন এবং কিভাবে কাজগুলো অপসারণ করা হয়।