Jayanta(জয়ন্ত) ১৪:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদসম্পাদনা

সুপ্রিয় Greatder,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ০৩:৫৫, ২০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮সম্পাদনা

আইনের নথিগুলো কমন্সে আপলোড করুন, EdictGov-Bangladesh লাইসেন্স দিয়ে। এখানে আগে থেকে কিছু আছে, কমন্সে লাইসেন্সটা তৈরি হওয়ার আগে থেকে। সেগুলো কমন্সে সরানো হবে। নতুনগুলো আপনি ওখানেই দিন। শুভেচ্ছাসহ, হৃষীকেশ (আলাপ) ০৩:৫৮, ১ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@Hrishikes:TransWiki Importer দিয়ে ওখানে সরানো যাবে না? Greatder (আলাপ) ০৪:০১, ১ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
যাবে, বোধি করে দেবে। হৃষীকেশ (আলাপ) ০৪:০৩, ১ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
কমন্সে সরিয়ে দিয়েছি। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:১৭, ১ নভেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]