প্রিয়, Ikfaisal, উইকিসংকলনে স্বাগতম! এই প্রকল্পে আপনার আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ; আমরা আশা করি আপনি এই সম্প্রদায় এবং এখানে আপনার কাজে আনন্দ পাবেন। আপনার যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে, সহায়িকা পাতা দেখুন (বিশেষ করে লেখা যোগ এবং উইকিউৎসের রচনাশৈলী) পাতা দুটো। আপনি সম্প্রদায় কে কোন সার্বজনীন কোন প্রশ্ন বা আলোচনা করতে আলোচনা সভা ব্যবহার করতে পারেন। সম্প্রদায়ের প্রবেশদ্বার আপনার কাজের তালিকা দিবে যা দিয়ে আপনি এখানে সাহায্য করতে পারেন। আপনার যদি কোন প্রশ্ন থাকে, তাহলে তা অবলীলায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।

--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:০৪, ২৭ এপ্রিল ২০০৯ (UTC)

জীবনান্দ দাশ সম্পাদনা

গীতবিতানের উপর চমৎকার কাজ হচ্ছে। অভিনন্দন! আশা করি উইকিসংকলনের অগ্রগতিতে আপনি সবসময় উইকিসংকলনের পাশেই থাকবেন। তবে জীবনান্দ দাশের কোন লেখা নতুন করে উইকিসংকলনে যোগ করবেন না। কারণ এর সাহিত্যকর্মগুলো এখনও পাবলিক ডোমেইনের আওতায় আসে নাই। জীবনান্দ দাশ মারা গেছেন ১৯৫৪ সালে সে হিসেবে তিনি মারা গেছেন ৫৫ বছর হয়েছে। বাংলাদেশ বা ভারতীয় আইনে লেখকের মৃত্যুর ৬০ বছর পর্যন্ত লেখার কপিরাইট ঐ লেখকের। তাই এ লেখাগুলো ইচ্ছে করলেই উইকিসংকলনে প্রকাশ করা যাবে না। আমাদের অন্তত আরও ৫ বছর অপেক্ষা করতে হবে। উইকিসংকলনে অবদান রাখার জন্য আবারও ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৫৬, ২৯ এপ্রিল ২০০৯ (UTC)

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় Ikfaisal,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৫, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন