Jayanta(জয়ন্ত) ১১:৪৮, ২০ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

রবিমাস প্রতিযোগিতার সপ্তম পুরস্কার

সম্পাদনা
  অভিনন্দন!!!
সুধী, রবিমাস প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। এই প্রতিযোগিতায় আপনি সপ্তম স্থান অধিকার করেছেন। অভিনন্দন!!

আপনার ঠিকানায় প্রতিযোগিতার পুরস্কার প্রেরণের জন্য আপনাকে এই গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। সংগঠকদের পক্ষে নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে এই তথ্য সম্পূর্ণ গোপণ রাখা হবে। দয়া করে উক্ত ফর্ম পূরণ করে আপনার আলাপ পাতায় সংগঠকদের অবহিত করে নিশ্চিত করুন। ৭ দিনের মধ্যে ফর্ম পূরণ না করলে আপনার পুরস্কার পরবর্তী পুরষ্কার প্রাপককে প্রদান করা হবে।

দয়া করে মনে রাখবেন, পুরস্কার পাঠিয়ে দেওয়ার পরও সাম্প্রতিক মহামারীর কারণে আপনার ঠিকানায় পুরস্কার পৌঁছতে দেরিও হতে পারে। সেক্ষেত্রে, সংগঠকরা দায়ী থাকবেন না।

উইকিসংকলনে আপনার অবদানের জন্য ধন্যবাদ। আশা করি, ভবিষ্যতেও আপনার সক্রিয় গঠনমূলক সম্পাদনায় উইকিসংকলন সমৃদ্ধ হবে। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:৪১, ১৩ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Bodhisattwa: ধন্যবাদ, দাদা। উক্ত গুগল ফর্মটি পূরণ করেছি। -- Preetidipto.21 (আলাপ) ০৬:৪৮, ১৩ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

Indic Wikisource Proofreadthon II 2020

সম্পাদনা

Sorry for writing this message in English - feel free to help us translating it