ভুল সুকোমল/এভাবে মাটির কাছে



এভাবে মাটির কাছে

এভাবে মাটির কাছে সমস্ত প্রণাম জমা রেখে
একবার সকল মাটির স্তর চিনে নিতে চেয়েছিলে
একবার রাস্তার বিশ্রাম
অনেক ফাটল বেয়ে ব্যথা রক্ত অন্তরালে জল হ’লে
অঞ্জলিতে তুলে নিয়ে ভিক্ষা চেয়েছিলে
সমস্ত প্রণাম জমা রেখে বলেছিলে :
 ‘আমাকে তোমার সঙ্গে মিশে গিয়ে
 সকল মাটির স্তর চিনে নিতে দাও’

এভাবে মাটির কাছে মগ্ন গেরেমাটি
আস্তীর্ণ বেদীতে শুয়ে থাকে
বেদীতলে কৃষ্ণ একাদশী রাত একতাল
 মাটি হ’য়ে গেলে
সমস্ত প্রণাম জমা রেখে ভিক্ষা চেয়েছিলে
মন্দিবের সমগ্রতা হাতের তালুতে তুলে নিয়ে বলেছিলে :
'নিজের নিশ্বাস দিয়ে সকল মাটির স্তর মুছে নিতে দাও'