ভুল সুকোমল/কোথায় লুকিয়ে আছ? কোন বনতলে?

কোথায় লুকিয়ে আছ?  কোন বনতলে?

নীলিমার এত কোমলতা মাঠ বরাবর দৌড়ে গেলে
গোধূলি অধীর পায়ে এসে ব’লে দেয়—
কোথায় লুকিয়ে আছ?  কোন বনতলে?
কোন বনতলে স্বপ্নচোখ ঘুম নিয়ে ব'সে থাকে
সজল দর্পণে নিবিষ্ট সম্রাজ্ঞী ডুবে যায়
 ডুবে যেতে থাকে
ডুবে যেতে থাকে বনতলে অবান্তর জলছবি
দিগন্ত পেড়িয়ে দৌড়ে যায়  এত কোমলতা
 চেনা চেনা  জানা জানা
অথচ, নির্বাসন ছাড়া কিছুই যায় না জানা

বনতলে শিহরণ বহুক্ষণ ছায়ার ভিতর
(হ’তে পারে শিহরণ অসম্পূর্ণ কিছু)
তবুও গোধূলি আসে  এসে বলে দেয়—
কোথায় লুকিয়ে আছ?  কোন বনতলে?