ভুল সুকোমল/ক্রান্তি মুহূর্তের কবিতা: ৩

ক্রান্তি মুহূর্তের কবিতা : ৩

সায়াহ্নের ঘণ্টাধ্বনির বিষন্ন আলাপ
ময়লাবোঝাই কানের গহ্বরে
 সুরঙ্গ খুঁজে চলে
পড়ন্ত সুর্য্যের রক্তের ঢেলা
মাথার ভিতরে  রন্ধ্রে রন্ধ্রে
স্যাডিস্টের বল্লমের মতো
 বিষম আঘাত করে
ঘুমন্ত নার্ভের শিরায় শিরায়
ধারালো বিদুৎ কাঁপে
ধীরে ধীরে দেয়ালার নিভৃত শয্যার
কোমল স্পর্শ উড়ে যায়
দূরের পাখীর মতো অস্পষ্ট ছায়ায়

চোখের কোটর থেকে
গণ্ডারের চামের ঠুলি ঠেলে
 এ জোনাকিআলো
লক্ষ বছরের ঘুম কেটে কেটে
ছিটকে পড়েছে ক্ষণিকের অবসরে
শশানের নিঃসঙ্গ গোলাপ থেকে
উঠে আসা হু হু করা হাহাকারে
এ জোনাকি আলো
 নিমেষে চলেছে ছুটে
বিস্ফোরিত অন্ধকারে
চারিদিকে ধ্বসে যাওয়া

বাড়ীঘর ধূসর দেয়াল
পিছে ফেলে রেখে
 চলেছে ছুটে
 সন্ধানী দৃষ্টি তুলে
ধ্বংসস্তুপে চাপা পড়া চিন্তার কঙ্কাল
নেপথ্যে কাতারে কাতারে
 কেঁপে কেঁপে ওঠে
ক্লান্তিহত স্মৃতির বেদীমূলে,

শ্মশানের শূন্য কলসীর
বীভৎস হাহাকার
রাতের আকাশে
একমুঠো নীল হ’য়ে মেশে
চারিদিকে অরণ্যের স্বর
অতীতের ইডেনের ঠাটে
আজকের শ্মশানের মাঠে
 নীরব শ্লোগানে
জানায় তাদের দাবী—জোনাকির কাছে
চক্‌চকে নিয়নের স্খলিত হাসি
নিরেট কান্না হ’য়ে মিশে যায়
সর্বভুক্ রাতের শরীরে
স্বল্পায়ু জোনাকির আলো
অতীতের লাসের পাহাড়ে
বিস্ময়ের চরাই ভেঙে
হাজির ঘোষণা করে
 অনন্ত শূন্যের পারে।