ভুল সুকোমল/মন্দিরের চুড়া থেকে শৃঙ্খলিত ধ্বনি

মন্দিরের চূূড়া থেকে শৃঙ্খলিত ধ্বনি



মন্দিরের চূড়া থেকে শৃঙ্খলিত ধ্বনি
মুহ্যমান পাহাড়চূড়ায়
সহজাত স্তবগানে আহ্বান জানালে
 প্রতিধ্বনি জাগে নাতো
তবুও পাথর ভেঙে অসংখ্য জিরাফ
ঊর্ধ্বারোহী বর্ধিত গ্রীবায়
আস্তীর্ণ বেদীতে শুয়ে সহবাসী হৃদয় প্রবাসী

মন্দিরের চূড়া থেকে ঘনিষ্ঠ পাহাড়ে
শৃঙ্খলিত ধ্বনি ঘনিষ্ঠতা ছুঁঁড়ে দিলে
মন্দিরের তল ঘেঁষে
 যেখানে অনেক জল
গভীরতা ভুল বুঝে শুয়ে থাকে নীচে
বেদীতলে অস্পষ্ট দর্পণে
 প্রতিচ্ছবি জাগে নাতো

   
তবুও পাথর ভেঙে

বেপথু বুকের গান থেকে
শৃঙ্খলিত ধ্বনির পতন
করতলে অসংখ্য জিরাফ
স্থির স্বচ্ছতায় ভেসে সহবাসী হৃদয় প্রবাসী