ভুল সুকোমল/মাটিতে বুক রাখতেই

মাটিতে বুক রাখতেই

মাটিতে বুক রাখতেই  মৃদুনিস্বন
শরীর ভিজিয়ে
  বুকে রাখলে
যে যার হৃদয়ে ফিরে আসে······দোল খায়
দোল খায় কৃষ্ণা একাদশী রাত
নিজস্ব নিস্বনে ‘আমি আছি, আমি আছি’
 কথাগুলি দোল খায়
নিবিষ্ট মাটির নীচে
 যুগান্তের জলতল
সহজ তরঙ্গে কাছে এলে
বুকে মাটি······গেরেমাটি
নিজস্ব নিস্বনে কথা বলে
 কথাগুলি দোল খায়
দোল খায় অবিরল মাটির ছায়ায়
মাটিতে বুক রাখতেই ইঙ্গিত সংবৃতা
মৌন প্রার্থনার রাগিণী বাজালে
হৃদয়ে হৃদয়ে ‘আমি আছি, আমি আছি'
একই কথা তুলে ওঠে
কথাগুলি দোল খায়
দোল খায় অবিরল মাটির ছায়ায়।